ঢাকা, বাংলাদেশ ২১ মে, ২০২৫

‘ভারত-বিরোধী ’ পোস্টে লাভ রিঅ্যাক্ট,

ফেরত পাঠানো হলো বাংলাদেশি ছাত্রীকে

ফেরত পাঠানো হলো বাংলাদেশি ছাত্রীকে

ফাইল ফটো

Publish : 06:21 AM, 28 August 2024.
প্রবাসন ডেস্ক :

ফেসবুকে  ভারত-বিরোধী পোস্টে ‘লাভ ইমোজি’ দেওয়ার অভিযোগে ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার শিলচরের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: আউটলুক।

মাইশা মাহাজাবিন আসামের এনআইটির (ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি) ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন বিভাগের চতুর্থ  সেমিস্টারের শিক্ষার্থী। গতকাল সোমবার করিমগঞ্জ জেলার সুতারকান্দি ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

কাছাড়ের পুলিশ সুপার নুমাল মহাত্মা বলেছেন, ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে ফেরত পাঠানো হয়নি। বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই তাকে ফেরত পাঠানো হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা বলেন,‘ এনআইটির সাবেক শিক্ষার্থী শাহাদাত হুসাইন আলফীর ভারতবিরোধী একটি ফেসবুক পোস্টে তিনি লাভ রিঅ্যাক্ট দিয়েছিলেন। আলফী তার পড়া শেষ করে ছয়মাস আগে ভারত ছেড়েছেন। এমন পোস্ট দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন, আর ওই পোস্টে মাইশা লাভ ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। 

তিনি বলেন, ‘মাহাজাবিন এনআইটি কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন, যাতে তাকে তার দেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়।’

এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘তিনি কোর্স এখনো শেষ করেননি। পড়াশোনা শেষ করতে আবার ফিরে আসবেন কি না, সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না।’

ভারত ও বাংলাদেশ সরকারের সমঝোতা অনুযায়ী, বর্তমানে ৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী এনআইটি শিলচরে অধ্যয়ন করছেন। নুমাল জানান, তাদের মধ্যে প্রায় ৪০ জন সনাতন ধর্মাবলম্বী।

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছি এবং অনুরোধ করেছি, তারা যেন কোনো ভুল কাজ বা ভারতবিরোধী কাজে সম্পৃক্ত না হন।’

হিন্দু রক্ষী দলের মুখপাত্র শুভাশীষ চৌধুরী পিটিআইকে বলেছেন যে, তারা সাবেক ওই শিক্ষার্থীর ভারত বিরোধী পোস্ট দেখেছেন এবং পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

প্রবাস জীবন বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা সহজ করতে কাজ করছি শিরোনাম নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় বিদেশি কর্মী হারাচ্ছে আয়ারল্যান্ড শিরোনাম কৃষি শ্রমিক নিয়োগে ভিসা জটিলতা সমাধানে উদ্যোগ নিচ্ছে গ্রীস শিরোনাম ক্রোয়েশিয়া সবচেয়ে বেশি কর্মী নিচ্ছে নেপাল থেকে শিরোনাম গৃহকর্মী নিয়োগের পদ্ধতি সহজ করলো সংযুক্ত আরব আমিরাত শিরোনাম বিকল্প ব্যবস্থায় বাংলাদেশি নাগরিকদের ভিসা দেবে রোমানিয়া