রোববার , ১৪ ডিসেম্বর ২০২৫
Sunday , 14 December 2025
২৩ জমাদিউস সানি ১৪৪৭

প্রকাশিত: ০৯:১৫, ২৩ অক্টোবর ২০২৫

ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাস

ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাস
ছবি: সংগৃহীত

ইসরায়েলি সংসদে পশ্চিম তীর দখলের বিতর্কিত বিলের প্রথম ধাপ পাস হয়েছে। এর ফলে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার পথ খুলে গেল।

বুধবার (২২ অক্টোবর) মাত্র এক ভোটের ব্যবধানে—২৫-২৪ ভোটে—বিলটি অনুমোদিত হয় বলে জানিয়েছে ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম। যদি বিলটি পরবর্তী ধাপগুলোতেও পাস হয়, তবে পশ্চিম তীরে ইসরায়েলের পূর্ণ সার্বভৌমত্ব কার্যকর হবে।

তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। তার নেতৃত্বাধীন লিকুদ পার্টির অধিকাংশ সদস্য ভোটে অংশ নেননি বা বিরত ছিলেন। দলেরই একজন জ্যেষ্ঠ নেতা ইউলি এডেলস্টাইন প্রধানমন্ত্রীর অবস্থানের বিপরীতে ভোট দেন, যা বিলটি পাসের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা রাখে।

এই বিলের বিরোধিতা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক দেশ ও সংস্থা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অতীতে ইসরায়েলের এ ধরনের দখলমূলক পদক্ষেপের প্রতি সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

আইন বিশেষজ্ঞরা বলছেন, নেসেটে আরও কয়েক ধাপ অনুমোদন পেলেই এই বিলটি কার্যকর হবে। তবে তারা সতর্ক করেছেন, এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় নতুন সংকট সৃষ্টি করতে পারে।

এই পদক্ষেপের ফলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা আরও দূরে সরে যেতে পারে, একই সঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তেজনাও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অনেকেই মনে করছেন, এটি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করতে পারে।

সর্বশেষ

জনপ্রিয়