বৃহস্পতিবার , ০৭ আগস্ট ২০২৫
Thursday , 07 August 2025
১২ সফর ১৪৪৭

আইন ও অপরাধ বিভাগের সব খবর

বাংলাদেশে ‘রিপাবলিক বাংলা’ টিভির সম্প্রচার বন্ধ চেয়ে রিট

বাংলাদেশে ‘রিপাবলিক বাংলা’ টিভির সম্প্রচার বন্ধ চেয়ে রিট

বাংলাদেশে ভারতীয় বাংলা টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (২২ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মাহমুদুল হাসান। রিট আবেদনে বলা হয়েছে, চ্যানেলটি বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করছে, যা দেশের সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি। এ কারণে চ্যানেলটির সম্প্রচার অবিলম্বে বন্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে একটি রুল জারির নির্দেশনাও চাওয়া হয়েছে।

রোববার, ২২ জুন ২০২৫, ১৪:৩৯