দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত কত টাকার মালিক?
তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত শুধু দক্ষিণ ভারত নয়, পুরো ভারতের চলচ্চিত্র অঙ্গনে এক উজ্জ্বল নাম। হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার সিনেমাতেও তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। জীবনের শুরুতে সাধারণ এক বাস কন্ডাক্টরের চাকরি করা মানুষটি আজ কোটি ভক্তের প্রিয় সুপারস্টার। সংগ্রাম আর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তিনি গড়ে তুলেছেন তার সাফল্যের গল্প। অভিনয় দিয়ে যেমন যশ-খ্যাতি অর্জন করেছেন, তেমনি জমিয়েছেন অঢেল সম্পদও।