ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব
বাংলাদেশের একমাত্র দেশীয় ইলেকট্রনিক্স উৎপাদনকারী বৃহৎ প্রতিষ্ঠান ওয়ালটন–মার্সেল–এর বিরুদ্ধে পরিকল্পিতভাবে সুনাম ক্ষুন্ন করতে “ওয়ালটন ও মার্সেল ক্ষতিগ্রস্ত ডিলার ঐক্য পরিষদ, বাইপাল–আশুলিয়া, ঢাকা” নামের অ-নিবন্ধিত ও অপ্রমাণিত একটি ব্যানার ব্যবহার করে বুধবার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে যে মানববন্ধন অনুষ্ঠিত হয়—সেখানে গিয়ে দেখা যায় অভিযোগ, পরিচয় ও উপস্থিত অংশগ্রহণকারীদের উদ্দেশ্য সবই প্রশ্নবিদ্ধ।