রোববার , ১০ আগস্ট ২০২৫
Sunday , 10 August 2025
১৪ সফর ১৪৪৭

প্রবাসন প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৫, ৯ জুলাই ২০২৫

সার্বিয়া ওয়ার্ক ভিসা: ২০টি প্রশ্ন ও সঠিক উত্তর

সার্বিয়া ওয়ার্ক ভিসা: ২০টি প্রশ্ন ও সঠিক উত্তর

দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ সার্বিয়া। রাজধানী বেলগ্রেডকে ঘিরে গড়ে ওঠা এই দেশটি অনেক বাংলাদেশির ইউরোপে প্রবেশের প্রথম ধাপ হিসেবে পরিচিত হয়ে উঠেছে।

বিভিন্ন সময়ে সার্বিয়া নিয়ে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের মনে বহু প্রশ্ন জাগে, বিশেষ করে ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা নিয়ে। কেউ কেউ ইতিমধ্যে এই দেশ হয়ে ইউরোপে পাড়ি জমিয়েছেন, কেউবা অপেক্ষায় আছেন, আবার অনেকে প্রতারণারও শিকার হয়েছেন।

এই প্রতিবেদনটিতে তুলে ধরা হলো সার্বিয়া ওয়ার্ক ভিসা সম্পর্কিত ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, যা জানলে আপনিও একটি সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন।

সার্বিয়া ওয়ার্ক ভিসা: প্রশ্ন ও উত্তর

১। বাংলাদেশ থেকে সার্বিয়া ওয়ার্ক ভিসা হয় কি না?

হ্যাঁ, বাংলাদেশ থেকে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায়।

২। ফাইল জমা দিতে কত টাকা লাগে?

৮ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত লাগতে পারে, এজেন্ট বা মাধ্যমের ওপর নির্ভর করে।

৩। মেডিকেল সার্টিফিকেট লাগে কি না?

না, মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন নেই।

৪। ওয়ার্ক পারমিট আসতে কতদিন লাগে?

ভালো মাধ্যমে আবেদন করলে ২–৩ মাস সময় লাগে।

৫। অনলাইনে ওয়ার্ক পারমিট আসতে কতদিন লাগে?

৭ থেকে ১৫ দিন।

৬। অ্যাপ্রুভাল আসতে কত সময় লাগে?

অনলাইনে সাবমিট হওয়ার পর ৩–৪ মাস।

৭। ফুল ভিসা প্রসেস সম্পন্ন হতে কত সময় লাগে?

প্রায় ১ বছর।

৮। অ্যাপ্রুভাল হওয়ার পর স্টিকার ভিসা আসতে কতদিন লাগে?

প্রায় ২ মাস।

৯। ৩ মাসে সার্বিয়ার ভিসা সম্ভব?

না, এটি বাস্তবসম্মত নয়। এমন দাবি করা এজেন্টরা প্রতারক হতে পারে।

১০। এয়ারপোর্ট কন্ট্রাকে যাওয়া যায় কি না?

না, এটি সম্ভব নয়।

১১। সার্বিয়ার দূতাবাস কি বাংলাদেশে আছে?

না, তবে বাংলাদেশ থেকেই সব ভিসা কার্যক্রম করা সম্ভব।

১২। সার্বিয়া থেকে ইতালি যাওয়া যায় কি না?

হ্যাঁ, বৈধ এবং অবৈধ দুই উপায়েই অনেকে যান।

১৩। একজন বাংলাদেশি কত আয় করতে পারেন?

প্রায় ৪০০–৫৫০ ইউরো মাসিক আয় করতে পারেন।

১৪। কোন ধরনের কাজ বেশি মেলে?

কনস্ট্রাকশন, হোটেল, রেস্টুরেন্ট, ক্লিনিং ইত্যাদি।

১৫। সার্বিয়ায় গিয়ে কাজ পরিবর্তন করা যায় কি না?

সঙ্গে সঙ্গে নয়; কিছু সময় পরে নিয়ম মেনে পরিবর্তন করা সম্ভব।

১৬। TRC (Temporary Residence Card) পেতে কত সময় লাগে?

১–২ মাস।

১৭। PR (Permanent Residency) পেতে কত সময় লাগে?

কমপক্ষে ৫ বছর বৈধভাবে বসবাস করতে হবে।

১৮। ভিসা রেশিও কেমন?

বর্তমানে তুলনামূলক ভালো।

১৯। কন্ট্রাকে ভিসা করানো যায় কি না?

না, কন্ট্রাকের মাধ্যমে ভিসা করানো যায় না।

২০। কন্ট্রাকে অ্যাপ্রুভাল আনা যায় কি না?

না, এটাও সম্ভব নয়।

সর্বশেষ

জনপ্রিয়