পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখছেন আসামের ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকান

আসামের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকান, যিনি 'বেবিডল আর্চি' নামে পরিচিত, এবার পর্ন ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা পর্ন তারকা কেন্দ্রা লাস্ট-এর সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। ইনস্টাগ্রামে সম্প্রতি কেন্দ্রার সঙ্গে একসঙ্গে তোলা ছবি পোস্ট করে তিনি নিজেই এই খবর প্রকাশ করেন।
অর্চিতা জানিয়েছেন, প্রায় ছয় বছর ধরে তিনি বাধ্য হয়ে যৌনকর্মে যুক্ত ছিলেন এবং এই পেশা থেকে মুক্তি পেতে প্রায় ২৫ লাখ টাকা দিয়ে ‘নিজের স্বাধীনতা কিনে’ নিতে হয়েছে। যদিও তিনি কার কাছে এই টাকা দিয়েছেন বা কীভাবে জোর করে তাঁকে এই পেশায় ঠেলে দেওয়া হয়েছিল, তা বিস্তারিত জানাননি।
নতুন পথচলার বিষয়ে অর্চিতা বলেন, “এটা শুধু শরীর দেখানোর জন্য নয়, এটা আমার জন্য ক্ষমতায়নের আর নিজের শর্তে জীবন গড়ার একটা সাহসী সিদ্ধান্ত।”
তিনি আরও জানান, “ভক্তদের জন্য আমার কাছে রয়েছে এক বিশেষ উপহার, যা দেখলে তাঁরা চমকে যাবেন।” যদিও এই ‘চমক’ কী—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
পর্ন ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ কেন্দ্রা লাস্টের হাত ধরেই অর্চিতা পর্ন দুনিয়ায় আত্মপ্রকাশ করতে চলেছেন। কেন্দ্রার সঙ্গে তাঁর একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। এই যৌথ উদ্যোগ ঘিরে তাঁর ভক্তদের মধ্যে চলছে ব্যাপক উত্তেজনা ও কৌতূহল।
সাহসী পোশাক, আত্মবিশ্বাসী কনটেন্ট এবং গ্ল্যামারাস উপস্থিতির জন্য অর্চিতা ইতোমধ্যে অনলাইনে বিশাল ফ্যানবেস গড়ে তুলেছেন। তাঁর ইনস্টাগ্রামে বর্তমানে ফলোয়ার সংখ্যা ৬ লাখের বেশি, যা দ্রুতই ১০ লাখে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি।
এই নতুন সিদ্ধান্ত নিয়ে ইতিবাচক ও নেতিবাচক—দুই ধরনের প্রতিক্রিয়াই পাচ্ছেন অর্চিতা। তবে তিনি জানিয়ে দিয়েছেন, সমাজ কী বলছে তা নয়—নিজেকে ভালোবাসা, নিজের জন্য সিদ্ধান্ত নেওয়াই তাঁর কাছে বড় কথা।
এখন দেখার বিষয়, ‘বেবিডল আর্চি’ ভক্তদের সামনে কী চমক নিয়ে হাজির হন!