আলু আছে, দাম নেই—চাষিরা বিপদে
বাংলাদেশের প্রধান আলু উৎপাদনকারী অঞ্চলগুলোতে চাষিরা এখন চরম হতাশায় দিন কাটাচ্ছেন। ঠাকুরগাঁওয়ের পাইকপাড়া গ্রামের কৃষক আব্দুল হান্নানের করুণ আকুতি, ‘ধান, গরু বিক্রি করে আলু চাষ করেছি। এখন বাজারে আলুর দাম নাই। সরকারের কাছে অনুরোধ, ওএমএস-টিসিবির মাধ্যমে আলু বিক্রি করে আমাদের বাঁচান।’ — এই আকুতি যেন দেশের লাখো আলুচাষির কণ্ঠস্বর।
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৬:৪০