ইতালির স্টুডেন্ট ভিসা: ২০২৫ সালের আপডেটেড প্রক্রিয়া প্রকাশ

ইতালিতে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ২০২৫ সালের স্টুডেন্ট ভিসা প্রসেস তুলনামূলক সহজ হলেও কিছু ধাপে সময় ও বাড়তি সতর্কতা প্রয়োজন বলে জানিয়েছে ভিসা সহায়তাকারী সংস্থাগুলো।
১. ভর্তি নিশ্চিতকরণ (Admission Offer)
প্রথম ধাপে শিক্ষার্থীকে একটি ইতালিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হয়। এজন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা UniApply পোর্টালে আবেদন করতে হয়।
প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে—পাসপোর্ট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, মোটিভেশন লেটার, রেফারেন্স লেটার এবং প্রযোজ্য ক্ষেত্রে IELTS/TOEFL স্কোর। ভর্তি নিশ্চিত হলে শিক্ষার্থী পাবে Admission Letter বা Pre-enrollment Confirmation (Form A)।
২. প্রি-এনরোলমেন্ট (Universitaly Portal)
এরপর Universitaly Portal-এ প্রি-এনরোলমেন্ট করতে হয়। এখানে কোর্স ও বিশ্ববিদ্যালয় নির্বাচন, পাসপোর্ট, ছবি এবং পূর্ববর্তী শিক্ষাগত তথ্য জমা দিতে হয়। বিশ্ববিদ্যালয় তথ্য যাচাই (‘Validation’) সম্পন্ন করলে শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করতে পারবে।
৩. স্টুডেন্ট ভিসার আবেদন (Type D)
বাংলাদেশে ইতালির দূতাবাস বা ভিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসার আবেদন করা যায়।
প্রয়োজনীয় ডকুমেন্টস:
- ভিসা আবেদন ফর্ম (Type D)
- বৈধ পাসপোর্ট (কমপক্ষে ৬ মাস মেয়াদ ও ২টি খালি পৃষ্ঠা)
- পাসপোর্ট সাইজ ছবি
- Admission Letter ও Universitaly Confirmation
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আর্থিক প্রমাণ (ব্যাংক স্টেটমেন্টে অন্তত ৭,000 ইউরো সমপরিমাণ টাকা)
- Sponsor letter (যদি থাকে)
- বাসস্থানের প্রমাণ বা হোস্টেল বুকিং
- স্বাস্থ্য বীমা (কমপক্ষে ৩০,০০০ ইউরো কভার)
- টেম্পোরারি ফ্লাইট বুকিং
- ভিসা ফি প্রায় ৬০ ইউরো, যা বাংলাদেশি টাকায় পরিশোধযোগ্য।
৪. প্রসেসিং সময় ও আপিলের সুযোগ
সাধারণত ভিসা প্রসেসিংয়ে ১৫–৪৫ কার্যদিবস লাগে। রিজেক্ট হলে কারণ জানিয়ে দেওয়া হয় এবং আপিল করার সুযোগ থাকে।
৫. অতিরিক্ত তথ্য
ইতালির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় স্কলারশিপ (DSU/EDISU) প্রদান করে, যার জন্য আলাদা আবেদন করতে হয়। অনেক কোর্সে ভাষাগত যোগ্যতা (IELTS/TOEFL) বাধ্যতামূলক না হলেও কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়। সব কাগজপত্র অবশ্যই ইংরেজি বা ইতালিয়ান অনুবাদসহ জমা দিতে হবে।
৬. ভিসার পরবর্তী ধাপ
ভিসা পাওয়ার পর ইতালিতে পৌঁছে ৮ দিনের মধ্যে Permesso di Soggiorno (রেসিডেন্স পারমিট) এর জন্য আবেদন করতে হয়।