বাজেট ফোনেও ‘বুদ্ধি’ ঢুকেছে, কী আছে অনার এক্স৬সি–তে?
বাজারের সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন সেগমেন্টে বড় চমক দিতে এলো অনার এক্স৬সি। ১৫ জুলাই রাজধানীর স্মার্ট টাওয়ারে জমকালো আয়োজনে ‘অনার বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে এই এআই নির্ভর ডিভাইস।
ডিভাইসটিতে রয়েছে `স্পেশাল এআই বাটন`, যা শর্ট প্রেসে খুলে দেবে কুইক মেন্যু আর লং প্রেসে চালু করবে গুগল লেন্স-বস্তু শনাক্ত, অনুবাদ বা তথ্য অনুসন্ধান হবে মুহূর্তেই। পাশাপাশি, ‘এআই ইরেজার’ ফিচার কয়েক ট্যাপে মুছে দেবে অনাকাঙ্ক্ষিত অবজেক্ট বা পথচারী-স্মৃতিগুলো হবে নিখুঁত।
এআই ট্রান্সলেশনের মাধ্যমে সহজেই ঘোচানো যাবে ভাষাগত ব্যবধান। ভ্রমণ বা আন্তর্জাতিক কাজে দারুণ সহায়ক হবে এই ফিচার।
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২১:৪৯