বাংলাদেশ ছাড়া ৩২ দেশের শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার নতুন ‘গ্র্যাজুয়েট পাস’
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্প্রতি মালয়েশিয়া চালু করেছে ‘গ্র্যাজুয়েট পাস’ নামে এক বছরের জন্য কাজের ভিসা। এই ভিসার আওতায় ৩২টি দেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ায় স্পন্সর ছাড়াই কাজের সুযোগ পাবেন। তবে হতাশার বিষয় হচ্ছে—এই তালিকায় বাংলাদেশকে রাখা হয়নি।
এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস (ইমএমজিএস)-এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্র্যাজুয়েট পাস হলো ইমিগ্রেশন বিভাগের ইস্যুকৃত একটি সোশ্যাল ভিজিট পাস, যা বহিরাগত শিক্ষার্থীদের শিক্ষা জীবন শেষ হওয়ার পর এককালীন ১২ মাস দেশটিতে থেকে নির্দিষ্ট খাতে কাজ করার অনুমতি দেয়। এই পাসের অন্যতম সুবিধা হলো, এতে কোনো নিয়োগদাতার স্পনসরশিপের প্রয়োজন হয় না।
শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৩:২১