জাতীয় গড় পাসের হারকে ছাড়িয়ে জেদ্দার বাংলাদেশ স্কুল
সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে এবার এসএসসি পরীক্ষায় গড় পাসের হার হয়েছে ৯১ দশমিক ৮৯ শতাংশ। প্রবাসে অবস্থান করেও বাংলাদেশের জাতীয় গড় পাসের হার (৬৮ দশমিক ৪৫ শতাংশ) ছাড়িয়ে যাওয়ায় অভিভাবক, শিক্ষক ও কমিউনিটির মধ্যে আনন্দের ছাপ স্পষ্ট।
এই প্রতিষ্ঠান থেকে এবার তিনটি বিভাগ- বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক-থেকে মোট ৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন ৬৯ জন, ফেল করেছেন ৫ জন এবং একজন অনুপস্থিত ছিলেন।
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৩:২৬