প্রবল ঝড়ে বিপর্যস্ত নিউজিল্যান্ড, বিদ্যুৎহীন লাখো মানুষ
নিউজিল্যান্ডে আঘাত হানা এক ভয়াবহ ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির দক্ষিণ ও উত্তরাঞ্চল। ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া এই ঝড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখো মানুষ, বন্ধ হয়ে গেছে শতাধিক ফ্লাইট, আর রাজধানী ওয়েলিংটনসহ বহু এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
মঙ্গলবার (২১ অক্টোবর) থেকে শুরু হওয়া এই ঝড় দেশটির সাউথ আইল্যান্ড ও নর্থ আইল্যান্ডের দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালাচ্ছে। শক্তিশালী বাতাসে প্রায় ৯০ হাজার ঘরবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি এড়াতে বাতিল করা হয়েছে ১০০টিরও বেশি ফ্লাইট।
দেশটির আবহাওয়া বিভাগ ক্যান্টারবুরি ও ওয়েলিংটন অঞ্চলে বিরল ‘রেড উইন্ড ওয়ার্নিং’ জারি করেছে, যা সবচেয়ে উচ্চমাত্রার সতর্কতা। দক্ষিণ দ্বীপে ভারি বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে, অপ্রয়োজনে বাইরে না যেতে ও বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্নতার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের কাজ চলছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রবল ঝড়ে ঘরের ছাদ উড়ে গেছে, গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। ওয়েলিংটনে এক ব্যক্তি গাছের ডালে আঘাত পেয়ে প্রাণ হারান। অপরদিকে, ঝোড়ো বাতাসে উড়ে যাওয়া এক নারী সড়কে পড়ে যান এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যান। ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
বাতাসের তীব্রতার কারণে ওয়েলিংটনে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে; বন্ধ রয়েছে শহরের কিছু রাস্তা ও লাইব্রেরিও। পরিস্থিতি মোকাবিলায় ক্যান্টারবুরি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
এদিকে, প্রতিবেশী অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ অঞ্চলেও তীব্র বাতাস ও তাপপ্রবাহের কারণে বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঝুঁকি দেখা দিয়েছে এবং জারি করা হয়েছে অগ্নি-নিষেধাজ্ঞা।





































