রোববার , ১৪ ডিসেম্বর ২০২৫
Sunday , 14 December 2025
২৩ জমাদিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২২, ২৩ অক্টোবর ২০২৫

দীপাবলিতে ‘কার্বাইড গান’ বাজিতে চোখ হারালো ১৪ শিশু ভারতে

দীপাবলিতে ‘কার্বাইড গান’ বাজিতে চোখ হারালো ১৪ শিশু ভারতে

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে দীপাবলির আনন্দ মুহূর্তে ঘটে গেছে ভয়াবহ দুর্ঘটনা। ‘কার্বাইড গান নামে বিপজ্জনক এক ধরনের দেশীয় বাজি ফাটাতে গিয়ে অন্তত ১৪ শিশু স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়েছে। মাত্র তিন দিনেই রাজ্যের বিভিন্ন জেলায় ১২২ জনের বেশি শিশু গুরুতর চক্ষু আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

 

এই বছর দীপাবলিতে প্রচলিত রকেট, চাকরি বা স্পার্কলারের পাশাপাশি নতুন ট্রেন্ড হয়ে ওঠে ‘কার্বাইড গান। দেখতে খেলনার মতো হলেও এটি বিস্ফোরণের সময় বোমার মতো আচরণ করছে। স্থানীয় বাজারে ১৫০ থেকে ২০০ রুপিতে বিক্রি হওয়া এসব ডিভাইস সরকারিভাবে নিষিদ্ধ হলেও, বিদিশা জেলা ও আশপাশের এলাকায় প্রকাশ্যে বিক্রি হয়েছে।

 

ভোপালের হামিদিয়া হাসপাতালে ভর্তি ১৭ বছর বয়সী নেহা জানান, “বাড়িতে বানানো কার্বাইড গান ফাটতেই আমার চোখ পুড়ে যায়, এখন কিছুই দেখতে পাচ্ছি না। আরেক কিশোর রাজ বিশ্বকর্মা বলেন, “ইউটিউবে ভিডিও দেখে বানাতে গিয়েছিলাম, বিস্ফোরণে এক চোখ হারিয়েছি।

 

চিকিৎসকেরা সতর্ক করে বলেছেন, ‘কার্বাইড গান কোনো খেলনা নয়, এটি মারাত্মক বিস্ফোরক। হামিদিয়া হাসপাতালের সিএমএইচও ডা. মানীশ শর্মা জানান, বিস্ফোরণের সময় ধাতব কণিকা ও কার্বাইডের বাষ্প রেটিনাকে পুড়িয়ে ফেলে, ফলে অনেক শিশুই স্থায়ীভাবে অন্ধ হয়ে যাচ্ছে।

 

বিদিশা পুলিশ এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত কর্মকর্তা আর.কে. মিশ্র জানিয়েছেন, এসব বিপজ্জনক যন্ত্র বিক্রি ও প্রচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রাম ও ইউটিউবে ভাইরাল হওয়া ‘ফায়ারক্র্যাকার গান চ্যালেঞ্জ এই বিপজ্জনক প্রবণতার অন্যতম কারণ। শিশুরা অনলাইনে দেখা ভিডিও অনুসরণ করে প্লাস্টিক পাইপ, দেশলাইয়ের মাথা ও ক্যালসিয়াম কার্বাইড মিশিয়ে বানাচ্ছে এসব ‘মিনি ক্যানন, যা মুহূর্তেই উৎসবকে পরিণত করছে ট্র্যাজেডিতে।

সর্বশেষ

জনপ্রিয়