বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
Thursday , 16 October 2025
২২ রবিউস সানি ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:১৩, ৫ অক্টোবর ২০২৫

আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি হারুন সরদার

আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি হারুন সরদার
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এক বাংলাদেশি ট্যাক্সিচালক রাতারাতি কোটি টাকার মালিক হয়ে গেছেন। আবুধাবির বিখ্যাত বিগ টিকিট র‍্যাফেলে তিনি জিতেছেন ২০ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা।

গত শুক্রবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত সেপ্টেম্বর মাসের বিগ টিকিট ড্র-তে এ ঘোষণা আসে। ভাগ্যবান এই বিজয়ীর নাম হারুন সরদার নূর নবি সরদার। ৪৪ বছর বয়সী হারুন দীর্ঘ ১৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে ট্যাক্সি চালিয়ে আসছেন। তার পরিবার এখনো বাংলাদেশেই রয়েছে।

হারুন জানান, তিনি এই টিকিটটি মোট ১০ জনের সঙ্গে মিলে কিনেছিলেন, তাই পুরস্কারের অর্থ সবার মধ্যে ভাগ হবে। টিকিটটি কেনা হয়েছিল ১৪ সেপ্টেম্বর। ড্র চলাকালে জনপ্রিয় দুই সঞ্চালক রিচার্ড ও বুচরা ফোনে তাকে বিজয়ের খবর দেন। জীবনের সবচেয়ে বড় পুরস্কার জেতার সংবাদ শুনে হারুন প্রথমে বিশ্বাসই করতে পারেননি, শুধু বারবার বলছিলেন—“ওকে, ওকে।”

২০০৯ সাল থেকে আমিরাতে থাকা হারুন বলেন, তিনি নিয়মিতভাবে বিগ টিকিট কিনতেন এবং কখনো আশা হারাননি। তার অধ্যবসায়ই এবার এনে দিল জীবনের সবচেয়ে বড় সাফল্য।

বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩ নভেম্বরের ড্র-তে থাকছে আরও বড় পুরস্কার—২ কোটি ৫০ লাখ দিরহাম মূল্যের গ্র্যান্ড প্রাইজ। এছাড়া প্রতি সপ্তাহে পাঁচজন ভাগ্যবান অংশগ্রহণকারী পাবেন ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম করে স্বর্ণের বার।

এমন সাফল্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও নতুন আশার সঞ্চার করেছে। অনেকে এটিকে পরিশ্রম ও ভাগ্যের মিশ্র জয়ের প্রতীক হিসেবে দেখছেন।

সূত্র: খালিজ টাইমস

সর্বশেষ

জনপ্রিয়