মঙ্গলবার , ০৫ আগস্ট ২০২৫
Tuesday , 05 August 2025
০৯ সফর ১৪৪৭

প্রবাসন ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ৩০ জুলাই ২০২৫

আগামী ৫ আগস্ট ঘিরে কোনো হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ৫ আগস্ট ঘিরে কোনো হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী ৫ আগস্টকে ঘিরে দেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। তিনি বলেন, এটি একটি নিয়মিত নিরাপত্তামূলক তৎপরতা, এবং জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

আজ বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে ২৯ জুলাই হতে ৮ আগস্ট পর্যন্ত ১১ দিনের বিশেষ অভিযানের বিষয় জানতে চাইলে উপদেষ্টা বলেন,

এটা পুরো বাংলাদেশের না, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি অভ্যন্তরীণ অভিযান। এর বিস্তারিত ডিএমপি জানাবে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযান চালানো হয়ে থাকে। এটিও তারই অংশ। আপনারা যেমন সংবাদ খোঁজার জন্য আমাকে ধরেছেন, তেমনি প্রয়োজনে আমরা পদক্ষেপ নিই।

গঙ্গাচড়ার ঘটনা ও দোষীদের বিচার রংপুরের গঙ্গাচড়ায় ঘটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেই ঘটনার দোষীদের আইনের আওতায় আনা হবে। কেউ দায় এড়াতে পারবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অন-অ্যারাইভাল ভিসা বাতিল করছি না। যেসব দেশের সঙ্গে আমাদের এই বিষয়ে চুক্তি রয়েছে, শুধু তাদেরই অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হচ্ছে। যাদের সঙ্গে নেই, তারা পাচ্ছে না-এটাই স্বাভাবিক।

এছাড়া তিনি জানান, মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। তারা পুলিশের সঙ্গে একটি কনফারেন্সে অংশ নেবে। এটাই সফরের উদ্দেশ্য।

সর্বশেষ

জনপ্রিয়