মঙ্গলবার , ০৫ আগস্ট ২০২৫
Tuesday , 05 August 2025
১০ সফর ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২২:৫৮, ৪ আগস্ট ২০২৫

মাছের ঘেরে খাবার দিচ্ছিলেন আলমগীর, হঠাৎ বিএসএফের গুলি

মাছের ঘেরে খাবার দিচ্ছিলেন আলমগীর, হঠাৎ বিএসএফের গুলি
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা সীমান্তে মাছের ঘেরে খাবার দিতে গিয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

 

সোমবার (৪ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার লক্ষ্মীদাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

 

আহত ঘের মালিক আলমগীর হোসেন (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামের মৃত শেখ আব্দুস সাঈদের ছেলে।

 

ঘের মালিক আলমগীর হোসেনের ভাগনে বিল্লাল হোসেন জানান, তার মামা আলমগীর হোসেন ফজরের নামাজ আদায় করার পর ভোর সাড়ে ৫টার দিকে লক্ষ্মীদাড়ি সীমান্তে মাছের ঘেরে খাবার দিতে গিয়েছিলেন। এ সময় ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা একদল চোরাচালানিকে ধাওয়া করে। এ সময়ে চোরাচালানিরা বাংলাদেশের ঢোকার চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি ছোড়ে। এতে সীমান্তের বেড়িবাঁধের ওপর দাঁড়িয়ে থাকা তার মামা আলমগীর হোসেনের গায়ে গুলি লাগে। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আক্তার মারুফ জানান, আলমগীর হোসেনের শরীরের ডান পাশে মাথায়, গলায়, চোখের পাশে ও ঘাড়সহ বিভিন্ন জায়গায় কমপক্ষে ২০-২৫টি ছররা গুলি লেগেছে। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত।

 

এ বিষয়ে বিজিবি ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার জহির কালবেলাকে বলেন, ঘোজাডাঙ্গা বিএসএফ একদল চোরাচালানিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়