দেশজুড়ে চূড়ান্ত হলো ৪২৭৬১ ভোটকেন্দ্র, ভোটকক্ষ আড়াই লাখের কাছাকাছি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব কেন্দ্রে পুরুষ ও নারীদের জন্য পৃথকভাবে মোট ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ইসি।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, “দেশের ৬৪ জেলার ৩০০টি সংসদীয় আসনের জন্য এই ভোটকেন্দ্র ও ভোটকক্ষ চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটারদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারী ভোটারদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি ভোটকক্ষ থাকবে।”
আখতার আহমেদ আরও বলেন, নির্বাচন কমিশন মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কেন্দ্রগুলো নির্ধারণ করেছে। জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, নিরাপত্তা ও ভোটারদের সহজগম্যতা বিবেচনায় কেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এনসিপি (ন্যাশনাল কনসেনসাস পার্টি)-এর নির্বাচনী প্রতীক ও গণভোট ইস্যু নিয়েও মন্তব্য করেন। সিনিয়র সচিব বলেন, “এনসিপির প্রতীক বিষয়ে নির্বাচন কমিশনের আগের সিদ্ধান্ত বহাল রয়েছে। কমিশন স্ববিবেচনায় দলটিকে একটি প্রতীক বরাদ্দ দেবে।”
তিনি আরও জানান, গণভোট সংক্রান্ত কোনো প্রস্তাব বা তথ্য এখনো নির্বাচন কমিশনে আসেনি। এ বিষয়ে কোনো সিদ্ধান্তের প্রশ্নই ওঠে না।
ইসি কর্মকর্তারা জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে নিরাপদ ভোটগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।




































