বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
Thursday , 16 October 2025
২২ রবিউস সানি ১৪৪৭

প্রকাশিত: ১২:২১, ৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:৫৮, ৬ অক্টোবর ২০২৫

বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারে

দ্রুতই দেশে ফিরে এসে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা তারেক রহমানের!

দ্রুতই দেশে ফিরে এসে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা তারেক রহমানের!

দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর এবার দেশে ফিরে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সময় এসেছে দেশে ফেরার। তিনি আরও জানান, নির্বাচনের সময় তিনি জনগণের মাঝেই থাকতে চান।

তারেক রহমান বলেন, “ইনশাআল্লাহ, দ্রুতই ফিরব। আমি একজন রাজনৈতিক কর্মী, নির্বাচন এলেই দল ও জনগণের পাশে থাকা আমার দায়িত্ব।” সাক্ষাৎকারে তিনি জানান, দেশে না ফেরার পেছনে নানা বাধা ও শঙ্কা ছিল। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার দিক থেকে আর দেরি করার সুযোগ নেই বলেই মনে করছেন তিনি।

গত প্রায় দুই দশকে গণমাধ্যমে কথা বলতে পারেননি বলেও জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, “আমি কথা বলেছি, তবে মিডিয়া সে সময় তা প্রচার করতে পারেনি। আদালতের নিষেধাজ্ঞা ছিল, অনেক বাধা ছিল।” তারেক রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ভার্চুয়াল মাধ্যমে তিনি সব সময় দলের সঙ্গে যুক্ত থেকেছেন এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন।

সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “যেখানে একটি সুষ্ঠু ও প্রত্যাশিত নির্বাচন হবে, সেখানে আমি দূরে থাকব কীভাবে? আমি জনগণের মাঝেই থাকব।” বহু প্রতীক্ষার পর সরাসরি মিডিয়ায় মুখ খুললেন তারেক রহমান। তার দেশে ফেরার ঘোষণা এবং নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা বিএনপির কর্মী-সমর্থকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। চোখ এখন তাঁর পরবর্তী পদক্ষেপের দিকে।

সর্বশেষ

জনপ্রিয়