রোববার , ১৪ ডিসেম্বর ২০২৫
Sunday , 14 December 2025
২৩ জমাদিউস সানি ১৪৪৭

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬:০৩, ১১ অক্টোবর ২০২৫

জানা গেল ইশরাক হোসেনের হবু স্ত্রীর পরিচয়!

জানা গেল ইশরাক হোসেনের হবু স্ত্রীর পরিচয়!

রাজনীতির মঞ্চে যেমন সরব, ব্যক্তিগত জীবনেও এক নতুন অধ্যায়ের সূচনা করলেন বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন। সম্প্রতি পারিবারিক আয়োজনে বাগদান সম্পন্ন করেছেন তিনি। তার হবু স্ত্রীর নাম ব্যারিস্টার নুসরাত খান।

ইশরাকের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে (১০ অক্টোবর) ঘরোয়াভাবে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আংটি বদল হয়। কিন্তু, প্রশ্ন হলো কে এই ব্যারিস্টার নুসরাত? ইশরাক হোসেনের হবু স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান একজন শিক্ষিত ও সুপ্রতিষ্ঠিত নারী। তার পিতাও রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খান। নুসরাত তার বড় মেয়ে।

এ বিষয়ে ইশরাক হোসেনের মা ইসমত হোসেন দেশের প্রথম সারির এক গণমাধ্যমকে বলেন, “পারিবারিকভাবে হঠাৎ করেই বিয়ের আংটি পরানো হয়েছে। আমরা সবার দোয়া চাই যেন তাদের জীবন সুন্দর ও সুখময় হয়।” সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা, কে হচ্ছেন ইশরাকের জীবনসঙ্গিনী? শেষমেশ মিলল সেই জল্পনার অবসান।

১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করা ইশরাকের শৈশব ও কৈশোর কেটেছে ঢাকায়। পড়াশোনা করেছেন স্কলাস্টিকা স্কুলে, সেখান থেকে ‘ও’ এবং ‘এ’ লেভেল শেষ করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাজ্যে। ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে কিছুদিন যুক্তরাজ্যে কাজ করেন বিভিন্ন মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে।

বর্তমানে তিনি বাংলাভিশন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন বাবার দেখানো পথ অনুসরণ করে। ইশরাক ও নুসরাতের বাগদানের খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা। দুই প্রভাবশালী পরিবারের সন্তানদের এই নতুন বন্ধনকে অনেকেই ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, বিয়ের তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবে যথাসময়ে তা জানানো হবে। আপাতত তারা নতুন জীবনের জন্য সবার দোয়া কামনা করছেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: