বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
Thursday , 16 October 2025
২২ রবিউস সানি ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪০, ১২ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:৪০, ১২ অক্টোবর ২০২৫

বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ সারজিস আলম, কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি

বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ সারজিস আলম, কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে রাজনৈতিক কর্মসূচির মঞ্চে বিদ্যুৎ চলে যাওয়াকে কেন্দ্র করে নেসকো কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার রাতে লংমার্চের সমাপনী সমাবেশে তিনি ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দেন, ‘রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ পঞ্চগড়ে আর চলবে না।’

চাঁদাবাজি ও সব ধরনের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এনসিপির উদ্যোগে পঞ্চগড় শহর থেকে বাংলাবান্ধা পর্যন্ত লংমার্চ অনুষ্ঠিত হয়। বিকেল থেকে শুরু হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাত সাড়ে নয়টার দিকে শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে সমাবেশের মাধ্যমে এ কর্মসূচির সমাপ্তি হয়। সেখানেই বক্তব্য রাখেন সারজিস আলম।

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে তিনি ক্ষোভে ফেটে পড়েন। বলেন, “এর আগেও এনসিপির প্রোগ্রাম চলাকালে এমন হয়েছে। নেসকোর যারা দায়িত্বে আছেন, তারা এর জবাব দেবেন। এই ধরনের রাজনৈতিক দেউলিয়াপনা বরদাস্ত করা হবে না।” তিনি আরও হুঁশিয়ারি দেন, “যারা অপকর্মে যুক্ত, তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।”

সারজিস আলম বলেন, “চাঁদাবাজ, দখলদার, সিন্ডিকেট, দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বললেই বাধা আসে। কিন্তু আমরা ভয় পাই না। পঞ্চগড়ের মাটিতে এই দুর্নীতিবাজরা শান্তিতে ঘুমাতে পারবে না। সময়ের অপেক্ষা মাত্র।”

লংমার্চে পাঁচ শতাধিক মোটরসাইকেল ও একাধিক পিকআপ অংশ নেয়। এতে এনসিপির পাঁচ উপজেলার প্রধান সমন্বয়কারীরা, জাতীয় যুবশক্তির নেতা-কর্মীসহ শত শত মানুষ অংশগ্রহণ করেন। সারজিস আলম বলেন, “এখন থেকে যে প্রতিষ্ঠান রাজনৈতিক পক্ষপাত দেখাবে, তাদের পঞ্চগড়ে টিকতে দেওয়া হবে না।”
 

সর্বশেষ

জনপ্রিয়