রোববার , ১৪ ডিসেম্বর ২০২৫
Sunday , 14 December 2025
২৩ জমাদিউস সানি ১৪৪৭

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩:১৩, ১৮ অক্টোবর ২০২৫

শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে একমত তারেক রহমান!

শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে একমত তারেক রহমান!

শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা, চাকরি স্থায়ীকরণ এবং জাতীয়করণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনায় নিতে একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত এক ভিডিওবার্তায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “সম্মানিত শিক্ষকদের সমাবেশে অনেকের বক্তব্যে তাদের চাকরি জাতীয়করণ এবং আরও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি উঠে এসেছে। এ ছাড়া সংগঠনের বাইরেও বেসরকারি শিক্ষকদের বেশ কিছু যৌক্তিক দাবি রয়েছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের এসব ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত।”

তিনি আরও বলেন, “বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, সে সময় অধিকাংশ দাবি বাস্তবায়িত হয়েছে—এটা আপনাদের বক্তব্য থেকেই স্পষ্ট। কাজেই আপনাদের দাবি সম্পর্কে আমরা সম্পূর্ণ ওয়াকিবহাল।”

শিক্ষাব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, “রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে যতই উদ্যোগ গ্রহণ করা হোক না কেন, যদি শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না করা যায়, তাহলে কাঙ্ক্ষিত উন্নয়ন কখনোই সম্ভব নয়।”

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে, ইনশাআল্লাহ রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা, চাকরি স্থায়ীকরণ এবং জাতীয়করণের বিষয়গুলো ইতিবাচক বিবেচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে।”

বিএনপির শীর্ষ নেতা এ সময় দেশের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা খাতে ন্যায্য ও টেকসই পরিবর্তনের জন্য তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: