চাকসু নির্বাচন: ছাত্রশিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে হঠাৎ উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে এই ঘটনা ঘটে।
ছাত্রদল, দ্রোহ পরিষদ ও সর্বজনীন শিক্ষার্থী পরিষদসহ একাধিক স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন কর্মী ভোটকেন্দ্রের আশপাশে অবস্থান নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন।
অভিযোগকারীরা আরও জানান, শিবিরের ছাত্রীসংস্থার কিছু সদস্য আচরণবিধি লঙ্ঘন করে ভোটকক্ষের আশপাশে টোকেন বিতরণ ও ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন।
বিকেল সাড়ে ৪টার দিকে দেখা যায়, অভিযোগকারীরা অনুষদের মূল ফটকে অবস্থান নিয়েছেন। চাকসু নির্বাচন কমিশনাররা একাধিকবার গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও হট্টগোল থামেনি। পরে ১০ থেকে ১৫ জন পুলিশ সদস্যকে অনুষদের ভেতরে অবস্থান নিতে দেখা যায়।
চাকসু নির্বাচন কমিশনার আমীর মুহাম্মদ নসরুল্লাহ বলেন, 'ওদের অনেক ধরনের অভিযোগ এসেছে। উত্তর পাশের গেট দিয়ে প্রবেশকে কেন্দ্র করে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি সমাধান করেছি। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে থাকে, তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি আরও বলেন, 'আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ছাত্ররা নির্বাচন কমিশনারকে ব্রিফ করেছেন। আমাদের দৃষ্টিতে যা হয়েছে, আমরা সে বিষয়ে ব্যবস্থা নিয়েছি। আমি দুপুর ৩টা থেকে এই কেন্দ্রে। ভোট গ্রহণ শেষ হওয়ার আগে গেটে একটি জটলা হয়েছিল। তখন আমরা কয়েকজন নির্বাচন কমিশনার ভোটারদের ডেকে ডেকে ভেতরে এনে ভোট দেওয়ার ব্যবস্থা করেছি।'
শেষে তিনি বলেন, 'আপনাদের কোনো অভিযোগ থাকলে, নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে দিতে পারেন।