রোববার , ১৪ ডিসেম্বর ২০২৫
Sunday , 14 December 2025
২২ জমাদিউস সানি ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৬:৪৫, ১৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘অ্যাডামস ক্যাপ’ নামের কোম্পানিতে আগুন লাগে।

ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া বলেন, আটতলা ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়, পরে তা ছয়তলায় ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক মো. জসিম উদ্দিন বলেন, বেলা ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

আগুন লাগার খবর পেয়ে সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোট ১৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, ওই কারখানায় কেউ আটকা পড়েছে কি না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।

সর্বশেষ

জনপ্রিয়