রোববার , ১৪ ডিসেম্বর ২০২৫
Sunday , 14 December 2025
২৩ জমাদিউস সানি ১৪৪৭

বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২১:০৭, ২০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় ট্রিপোলজির জমকালো যাত্রা শুরু

ঢাকায় ট্রিপোলজির জমকালো যাত্রা শুরু

ভ্রমণ ও পর্যটনভিত্তিক নতুন প্রতিষ্ঠান ট্রিপোলজি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রাজধানীর বনানীতে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জুই গার্ডেনে অবস্থিত অফিসে জমকালো আয়োজনে এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ট্রাভেল ব্লগার শিশির দেব। আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী এবং কোরিওগ্রাফার গৌতম সাহা।

উদ্বোধনী আয়োজনে ছিল রিবন কাটিং, অফিসিয়াল ফটোসেশন ও দর্শকদের জন্য বিশেষ মিট অ্যান্ড গ্রিট সেশন। ভ্রমণপ্রেমীদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। তারা আশা প্রকাশ করেন, ট্রিপোলজি দেশের ভ্রমণশিল্পকে নতুন সম্ভাবনার পথে নিয়ে যাবে।

প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার তাজরিন আখতার, আবু বক্কর সিদ্দিক ও তৌহিদুল ইসলাম জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশে ভ্রমণ শিল্পকে নতুন উচ্চতায় নেওয়াই তাদের লক্ষ্য। সিইও ইমতিয়াজ কাইসুল বলেন, “ট্রিপোলজি শুধু একটি ট্রাভেল এজেন্সি নয়, আমরা চাই ভ্রমণের প্রতিটি ধাপে মানুষ নিশ্চিন্ত সেবা পাক। ভিসা প্রসেসিং, এয়ার টিকিট, হোটেল বুকিং ও হলিডে প্যাকেজ। সব ক্ষেত্রেই আমরা সর্বোচ্চ পেশাদার মান নিশ্চিত করব।

বর্তমানে ট্রিপোলজি প্রথম বিশ্বের দেশগুলোর ভিসা প্রসেসিংয়ে বিশেষ দক্ষতা অর্জন করেছে। পাশাপাশি দেশি-বিদেশি হলিডে প্যাকেজ, এয়ার টিকিট, হোটেল বুকিং, থার্ড ওয়ার্ল্ড ভিসা প্রসেসিং এবং স্টুডেন্ট ভিসা সংক্রান্ত সেবাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ

জনপ্রিয়