রোববার , ১৪ ডিসেম্বর ২০২৫
Sunday , 14 December 2025
২২ জমাদিউস সানি ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৫, ২৩ জুন ২০২৫

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এইচএসসি পরীক্ষা উপলক্ষে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ২৬ জুন (বৃহস্পতিবার) থেকে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমনা পরীক্ষা। ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। যা ঘিরে নির্দেশনা দিয়েছে ডিএমপি।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

এই আদেশ আগামী ২৬ জুন থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

সর্বশেষ

জনপ্রিয়