রোববার , ১৪ ডিসেম্বর ২০২৫
Sunday , 14 December 2025
২২ জমাদিউস সানি ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৭, ২০ অক্টোবর ২০২৫

দাবিতে অটল এমপিও শিক্ষকরা, নবম দিনের মতো অবস্থান কর্মসূচি

দাবিতে অটল এমপিও শিক্ষকরা, নবম দিনের মতো অবস্থান কর্মসূচি
ছবি: সংগৃহীত

সরকারের বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে নবম দিনের মতো এই মহাসমাবেশে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষক ও কর্মচারীরা।

শিক্ষক নেতারা জানিয়েছেন, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা শ্রেণিকক্ষে ফিরবেন না। এ সময় বক্তারা সরকারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের জীবনযাত্রার ব্যয় যেখানে প্রতিদিন বাড়ছে, সেখানে ৫ শতাংশ বাড়িভাড়া কোনোভাবেই যথেষ্ট নয়।”

এদিকে শিক্ষকদের এই কর্মসূচিতে সংহতি জানাতে বিএনপির একটি প্রতিনিধি দল শহিদ মিনারে পৌঁছানোর কথা রয়েছে। একইসঙ্গে গণঅধিকার পরিষদ, এনসিপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

এর আগে রোববার (১৯ অক্টোবর) শিক্ষকদের “ভুখা মিছিল” কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়ে। এরপর শিক্ষক নেতারা ঘোষণা দেন—দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতি চলবে।

রোববার অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে, সর্বনিম্ন দুই হাজার টাকা প্রদান করা হবে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। কিন্তু ৫ অক্টোবর ঘোষণাটি প্রকাশের পর শিক্ষক-কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা অন্তত দুই বা তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায়।

সর্বশেষ

জনপ্রিয়