রোববার , ১৪ ডিসেম্বর ২০২৫
Sunday , 14 December 2025
২৩ জমাদিউস সানি ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:১২, ৫ অক্টোবর ২০২৫

বিশ্ব শিক্ষক দিবস আজ

বিশ্ব শিক্ষক দিবস আজ
ছবি: সংগৃহীত

আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। জ্ঞান, নৈতিকতা ও আলোর পথে মানবজাতিকে এগিয়ে নেওয়া সেই মানুষগুলোর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিন আজ। “শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে।

শিক্ষক ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়—এই উপলব্ধি থেকেই ১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে বিশ্বের শতাধিক দেশে দিবসটি উদযাপিত হচ্ছে। এর সূত্রপাত ১৯৯৩ সালে প্যারিসে ইউনেস্কোর ২৬তম সাধারণ সম্মেলনে, যেখানে ৫ অক্টোবর দিনটিকে “বিশ্ব শিক্ষক দিবস” হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরের বছর থেকেই বিশ্বজুড়ে পালিত হতে থাকে এ দিবস।

শিক্ষকরা শুধু জ্ঞান বিতরণ করেন না; তারা একজন শিক্ষার্থীর চিন্তা, মূল্যবোধ, চরিত্র ও ভবিষ্যৎ গঠনের স্থপতি। তাদের হাত ধরেই গড়ে ওঠে আলোকিত সমাজ, শক্তিশালী জাতি ও টেকসই ভবিষ্যৎ। শিক্ষকদের অবদান জাতি গঠনের ইতিহাসে এক অনন্য অধ্যায়, যা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয় হয়ে থাকে।

শিক্ষক দিবস শুধু একটি উদযাপন নয়, বরং এটি শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করার আহ্বানও বটে। তরুণ প্রজন্মকে শিক্ষকতা পেশায় আগ্রহী করে তুলতে ন্যায্য সম্মান, সুযোগ-সুবিধা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে আজ সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকালেই অনুষ্ঠিত হবে “গুণী শিক্ষক সংবর্ধনা”, যেখানে দেশের ১২ জন শ্রেষ্ঠ শিক্ষককে সম্মাননা জানানো হবে।

সর্বশেষ

জনপ্রিয়