বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
Wednesday , 24 September 2025
৩০ রবিউল আউয়াল ১৪৪৭

প্রকাশিত: ১৮:৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫

আসছে আইফোন ১৭, দাম কত থেকে শুরু?

আসছে আইফোন ১৭, দাম কত থেকে শুরু?
ছবি: সংগৃহীত

অপেক্ষার পালা শেষ করে নতুন চমক নিয়ে হাজির হলো অ্যাপল। ক্যালিফোর্নিয়ার কুপেরটিনোতে আয়োজিত ‘অ ড্রপিং’ অনুষ্ঠানে উন্মোচিত হয়েছে বহুল প্রত্যাশিত আইফোন ১৭ সিরিজ। প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়তে এই সিরিজে যুক্ত হয়েছে নকশায় নতুনত্ব ও আধুনিক ফিচার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।

নতুন সিরিজে চারটি ভিন্ন সংস্করণ এসেছে—আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। এর মধ্যে প্রথাগত মডেল আইফোন ১৭-এর দাম নির্ধারণ হয়েছে ৭৯৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৭ হাজার টাকা। এতে থাকছে ২৫৬ জিবি স্টোরেজ, ৪৮ মেগাপিক্সেলের দ্বৈত ক্যামেরা, সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে এবং শক্তিশালী এ১৯ চিপ। স্ক্রিনে যুক্ত হয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট ও নতুন ‘সিরামিক ২’ শিল্ড, যা আগের তুলনায় তিনগুণ বেশি স্ক্র্যাচ প্রতিরোধী।

সবচেয়ে হালকা ও পাতলা সংস্করণ আইফোন ১৭ এয়ার বাজারে আসছে ৯৯৯ ডলারে। মাত্র ৫.৬ মিলিমিটার পাতলা এই ফোনে থাকছে টাইটানিয়াম ফ্রেম, ৬.৫ ইঞ্চি প্রো মোশন ডিসপ্লে, উন্নত ক্যামেরা এবং সর্বোচ্চ ১ টেরাবাইট স্টোরেজ সুবিধা।

অন্যদিকে উন্নত পারফরম্যান্সের জন্য তৈরি আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স মডেলে যুক্ত হয়েছে এ১৯ প্রো চিপসেট ও ভ্যাপার চেম্বার প্রযুক্তি। দীর্ঘ সময় ব্যবহারে যাতে ফোন অতিরিক্ত গরম না হয়, সেই ব্যবস্থা থাকছে এতে। উভয় মডেলেই থাকছে তিনটি ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ এক্স টেলিফটো জুম ও ভিডিও এডিটিংয়ের জন্য বিশেষ টুলস। প্রো ম্যাক্সের একটি সংস্করণে থাকছে ২ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা।

দামের দিক থেকে আইফোন ১৭ প্রো শুরু হচ্ছে ১,০৯৯ ডলার থেকে, আর সবচেয়ে ফিচারসমৃদ্ধ প্রো ম্যাক্স ১,১৯৯ ডলার থেকে পাওয়া যাবে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হবে এবং ১৯ সেপ্টেম্বর থেকে ক্রেতারা হাতে পাবেন ফোন। তবে বাংলাদেশসহ অন্যান্য দেশে কবে নাগাদ এটি পাওয়া যাবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সর্বশেষ

জনপ্রিয়