পাকিস্তানের পারমাণবিক হুমকির জবাবে মোদির কঠোর হুঁশিয়ারি

পাকিস্তানের পারমাণবিক হুমকির জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, শত্রু কোনো দুঃসাহস দেখালে ভারত যথাযথ জবাব দেবে।
স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে দেওয়া ভাষণে মোদি বলেন, ভারত পানিচুক্তিতে আর সম্মত নয়। তাঁর ভাষায়, “পানি ও রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না।
১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তান পানি বণ্টনের প্রক্রিয়া ঠিক করেছিল। কিন্তু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত চুক্তি স্থগিতের ঘোষণা দেয়।
মোদি অভিযোগ করেন, ভারতের নদীর পানি দিয়ে শত্রু দেশের সেচ হচ্ছিল, অথচ ভারতীয় কৃষকেরা বঞ্চিত হচ্ছিলেন। তিনি বলেন, কৃষকের স্বার্থে কোনো আপস হবে না।
এ সময় পাকিস্তানের সেনাপ্রধানের ‘পারমাণবিক হামলার’ হুমকির প্রতিক্রিয়ায় মোদি বলেন, ভারত এখন আর ভয় পাবে না।