সবজির দাম লাগামহীন, ক্রেতাদের নাভিশ্বাস

রাজধানীর বাজারে সব ধরনের সবজির দাম লাগামহীনভাবে বেড়েছে। টানা বৃষ্টি, মৌসুমের শেষ এবং সাপ্তাহিক ছুটির দিনে চাহিদা বৃদ্ধি- এই তিন কারণে সবজির দাম আরও চড়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
শুক্রবার (১৫ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে সেগুনবাগিচা, মালিবাগ ও মগবাজারসহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার নিচে নেই। কিছু সবজি ১৮০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে।
আজকের বাজার দর- পেপে ৩৫ টাকা কেজি, কচুর লতি ৮০ টাকা কেজি বরবটি ১০০ টাকা কেজি, ঝিঙা ৮০ টাকা কেজি, পটল ৯০ টাকা কেজি, ধুন্দুল ৮০ টাকা কেজি, টমেটো ১৮০ টাকা কেজি, মিষ্টি কুমড়া ৬০ টাকা কেজি, মূলা ৮০ টাকা কেজি, করোলা ১০০ টাকা কেজি, ঢেঁড়স ৯০ টাকা কেজি, শসা ১০০ টাকা কেজি, বেগুন (লম্বা) ১০০ টাকা কেজি, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি, কঁচু ৬০ টাকা কেজি, গাজ ১৬০ টাকা কেজি।
ক্রেতাদের অভিযোগ- বেসরকারি চাকরিজীবী খুরশিদ আলম বলেন, আজ বাজারে এসে দেখছি সব ধরনের সবজির দাম বেশি। কয়েক সপ্তাহ ধরে দাম বাড়তি, অথচ নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই। এত দাম হলে সাধারণ মানুষ খাবে কী?
মালিবাগ বাজারের ক্রেতা নাজমুল ইসলাম বলেন, ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি নেই। কিছু সবজি এর চেয়েও বেশি। বিক্রেতারা বৃষ্টি আর মৌসুম শেষ হওয়ার কথা বলছেন, কিন্তু এক মাস ধরে দাম বেশি- এটা অস্বাভাবিক।
বিক্রেতাদের ব্যাখ্যা, মগবাজারের সবজি বিক্রেতা মুকিদুর রহমান জানান, পাইকারি বাজারে সরবরাহ কম, আড়তে মাল উঠছে কম দামে নয় বরং বেশি দামে। টানা বৃষ্টিতে ফসল নষ্ট হয়েছে, আর মৌসুম শেষের কারণে নতুন সবজি এখনো ওঠেনি। তাই দাম স্বাভাবিক হতে সময় লাগবে।
বাজার বিশ্লেষকদের মতে, সরবরাহ সংকট ও মৌসুম পরিবর্তনের এ সময়ে ভোক্তাদের জন্য বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, নইলে সাধারণ মানুষের রান্নাঘরে চাপ আরও বাড়বে।