আফগানিস্তানে ভয়ঙ্কর ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ২৫০

আফগানিস্তানের মাটিতে আবারও নেমে এলো ভয়ঙ্কর দুর্যোগ। ঘুমন্ত মানুষের রাত ভেঙে গেল প্রবল কম্পনে, মুহূর্তেই ধসে পড়ল ঘরবাড়ি, ভেঙে গেল শত শত পরিবারের স্বপ্ন। পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে রোববার গভীর রাতে আঘাত হানে ভয়াল ভূমিকম্প, আর সেই ভূকম্পনেই শেষ হয়ে যায় অন্তত ২৫০ প্রাণ। আহত হয়েছেন আরও অন্তত ৫০০ মানুষ। নিহতের সংখ্যা দ্রুত বাড়ছে, চারদিকে শোকের ছায়া।
চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদন বলছে, দেশটির সরকারি মালিকানাধীন বখতার নিউজ এজেন্সি নিশ্চিত করেছে ভয়াবহ এই ক্ষয়ক্ষতির তথ্য। একাধিক জেলায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ভূমিকম্পটি। সোমবার স্থানীয় প্রশাসন জানায়, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক শূন্য। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদের পূর্ব-উত্তরপূর্বে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং মাত্র ৮ কিলোমিটার গভীরে। এর পরপরই একই এলাকায় আরও দুটি আফটারশক আঘাত হানে, যার মাত্রা ছিল ৫ দশমিক ২।
আফগান অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “দুঃখজনকভাবে আজকের রাতের ভূমিকম্পে আমাদের পূর্বাঞ্চলে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ একসঙ্গে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।”
এদিকে ইউএসজিএস সতর্ক করেছে, এই ভূমিকম্পের পরবর্তী সময় মানবিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে পদক্ষেপ গ্রহণ জরুরি বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
মাত্র দুই বছর আগে, ২০২৩ সালের অক্টোবরে, পশ্চিম আফগানিস্তানে আঘাত হেনেছিল ৬ দশমিক ৩ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প। সেটিও ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম মরণঘাতী দুর্যোগ।