বুধবার , ০৩ সেপ্টেম্বর ২০২৫
Wednesday , 03 September 2025
০৯ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২২, ২ সেপ্টেম্বর ২০২৫

ক্যানারি দ্বীপপুঞ্জগামী জাহাজডুবি, ১৫০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ক্যানারি দ্বীপপুঞ্জগামী জাহাজডুবি, ১৫০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
ছবি: সংগৃহীত

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী একটি জাহাজ ডুবে অন্তত ১৫০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। স্প্যানিশ বার্তাসংস্থা ইএফই জানায়, ঘটনাটি ঘটেছে তিন দিন আগে মৌরিতানিয়ার উপকূলে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডুবে যাওয়া জাহাজ থেকে এখন পর্যন্ত ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার করা হয়েছে ৭০ জনের মরদেহ। এখনও নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৭৫ থেকে ৮০ জন। প্রাণে বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, তারা আফ্রিকার গাম্বিয়া থেকে যাত্রা করেছিলেন ইউরোপের স্বপ্ন বুকে নিয়ে। গন্তব্য ছিল ক্যানারি দ্বীপপুঞ্জ।

ওয়াকিং বর্ডার নামের স্প্যানিশ একটি এনজিওর হিসাব অনুযায়ী, ডুবে যাওয়া জাহাজটিতে প্রায় ১৬০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। সংস্থাটির শীর্ষ নির্বাহী হেলেনা মালেনো স্থানীয় টেলিভিশন চ্যানেল ক্যাডেনা সের-কে বলেন, “চলতি গ্রীষ্মের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর একটি এটি।”

আফ্রিকা থেকে ইউরোপে অভিবাসনের অন্যতম প্রধান পথ ক্যানারি দ্বীপপুঞ্জ হয়ে যায়। আটলান্টিক সাগরের এই রুটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও তুলনামূলক সহজে ইউরোপে পৌঁছানোর সুযোগ থাকায় অনেকেই এই পথ বেছে নেন।

সরকারি হিসাবে জানা গেছে, ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৪৭ হাজার অভিবাসনপ্রত্যাশী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। তবে একই সময়ে প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৭৫০ জনেরও বেশি মানুষ।

সর্বশেষ

জনপ্রিয়