বুধবার , ০৩ সেপ্টেম্বর ২০২৫
Wednesday , 03 September 2025
০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৫, ১ সেপ্টেম্বর ২০২৫

নয়া বিশ্ব ব্যবস্থার ভিশন উন্মোচন করলেন সি চিনপিং

নয়া বিশ্ব ব্যবস্থার ভিশন উন্মোচন করলেন সি চিনপিং
ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং সোমবার সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে নতুন এক বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক কাঠামো গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এসসিও এখন একটি শক্তিশালী আন্তর্জাতিক জোটে পরিণত হয়েছে, যা বিশ্বের জন্য সমতা ও ন্যায়ভিত্তিক বহুমেরু ব্যবস্থার দৃষ্টান্ত স্থাপন করছে।

উত্তর চীনের বন্দরনগরী তিয়ানজিনে শুরু হওয়া দুদিনব্যাপী সম্মেলনে ২০টিরও বেশি দেশের শীর্ষ নেতা অংশ নেন। উদ্বোধনী বক্তব্যে সি চিনপিং বলেন,

“আমাদের উচিত অন্তর্ভুক্তিমূলক বিশ্বায়নকে এগিয়ে নেওয়া এবং আরও ন্যায়সংগত বৈশ্বিক শাসনব্যবস্থা গড়ে তোলা।”

তিনি জানান, চীন এ বছর এসসিও সদস্য দেশগুলোকে ২০০ কোটি ইউয়ান (প্রায় ২৮০ মিলিয়ন মার্কিন ডলার) বিনা মূল্যে সহায়তা দেবে। পাশাপাশি এসসিও ব্যাংকিং কনসোর্টিয়ামের জন্য ১ হাজার কোটি ইউয়ান ঋণ প্রদান করা হবে। এ অর্থ জ্বালানি, অবকাঠামো, বিজ্ঞান-প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করা হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য নেতারা সম্মেলনে যোগ দেন। বিশ্লেষকদের মতে, এটি গ্লোবাল সাউথের ঐক্যের এক বড় প্রদর্শনী।

সি চিনপিং আরও বলেন, বিশ্বকে আর স্নায়ুযুদ্ধের মানসিকতা ও ব্লক রাজনীতির দিকে ঠেলে দেওয়া যাবে না। বরং বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থার প্রতি আস্থা ও সহযোগিতা বাড়াতে হবে। তাঁর এ বক্তব্য মূলত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাণিজ্যনীতি ও শুল্কযুদ্ধের প্রতি ইঙ্গিত।

এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্মেলনে বলেন, বৈশ্বিক বহুপক্ষীয় ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চীন মৌলিক ভূমিকা পালন করছে।

বিশ্লেষকেরা মনে করছেন, এসসিও’র ইতিহাসে এটিই সবচেয়ে বড় সম্মেলন, যা বেইজিং ব্যবহার করছে এক বিকল্প বিশ্ব শাসনব্যবস্থার মডেল দেখানোর সুযোগ হিসেবে। বিশেষ করে, যুক্তরাষ্ট্র যখন একের পর এক বহুপক্ষীয় চুক্তি থেকে সরে আসছে, তখন চীন চাইছে নেতৃত্বের অবস্থানকে আরও শক্তিশালী করতে।

একই সঙ্গে এই সম্মেলন ভারত–চীন সম্পর্ক উন্নয়নেরও সুযোগ তৈরি করেছে। সাত বছর পর চীন সফরে যাওয়া প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সি চিনপিংয়ের বৈঠকে উভয় দেশ প্রতিদ্বন্দ্বী নয়, বরং উন্নয়ন–অংশীদার হওয়ার বার্তা দিয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়