শুক্রবার , ০৮ আগস্ট ২০২৫
Friday , 08 August 2025
১২ সফর ১৪৪৭

মুহাম্মদ শাহেদ রাহমান, লন্ডন

প্রকাশিত: ০৫:১৬, ২৮ এপ্রিল ২০২৫

লন্ডনে বাংলা সিনেমা “মাইক” প্রদর্শন, চলচ্চিত্রপ্রেমীদের ভীড়

লন্ডনে বাংলা সিনেমা “মাইক” প্রদর্শন, চলচ্চিত্রপ্রেমীদের ভীড়

লন্ডনে বাংলা সিনেমা “মাইক” প্রদর্শন, চলচ্চিত্রপ্রেমীদের ভীড়

মুহাম্মদ শাহেদ রাহমান, লন্ডন  :

দর্শক নন্দিত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র এফ এম শাহীন প্রযোজিত এবং হাসান জাফরুল ও এফ এম শাহীন পরিচালিত চলচ্চিত্র “মাইক”-এর এক্সক্লুসিভ স্ক্রিনিং — ডায়েসপাডা ৭১ নিবেদিত ও তাদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে পূর্বলন্ডনের জেনেসিস সিনেমা হলে।

রবিবার (২৭ এপ্রিল) অপরাহ্ন  ২টা থেকে ৫টা পর্যন্ত এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়। সিনেমা শুরুর পূর্বে আয়োজকদের পক্ষে বলা হয় – শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’-এর মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ স্বাধীনতার ইতিহাস জানতে পারবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে ‘মাইক’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকদের পক্ষ থেকে জাতির শ্রেষ্ট সন্তান একাত্তরের বীর মুক্তিযোদ্ধারের উৎসর্গ করে লন্ডনে এই সিনেমা প্রদর্শন শুরু করা হয়।

পূর্বলন্ডনে এই সিনেমা প্রদর্শন শেষে —ডায়েসপাডা ৭১ আয়োজকদের একজন, সাংবাদিক জুয়েল রাজ বলেন- আমরা বিলেতের দর্শকদের এ সিনেমা দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে বিলেতের তৃতীয় প্রজন্ম বাংলাদেশের সঠিক ইতিহাস, ৭ই মার্চের ভাষণ, স্বাধীনতা সম্পর্কে জানুক। এটিই আমাদের মূল লক্ষ্য।
সিনেমা প্রদর্শন শুধু কি একদিন ? – এই প্রশ্নের জবাবে তিনি বলেন- দর্শক চাহিদা বাড়লে আমরা অন্যচিন্তা বা সময় / দিন বাড়ানো দর্শকদের চাহিদার উপর নির্ভর করে।অন্যতায় এগুলোতো ব্যয়বহুল বুঝতেই পারছেন !

ঐসময় এই সিনেমা দেখে বের হচ্ছিলেন লন্ডনে ব্রিটিশ বাঙালি সিনেমা বোদ্ধা ডা. মোহাম্মদ রেজাউল করিম, তখন তিনি জানান-  বিদেশের মাটিতে বাংলা সিনেমা দেখা এর চেয়ে আনন্দ হয় না। যারা এর আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ। এরকম ভাল ভাল সিনেমা বিদেশের মাটিতে প্রদর্শিত হোক, বাংলা ভাষা সংস্কৃতি বিদেশের মাটিতে ছড়িয়ে পড়ুক এটিই প্রত্যাশা।

উল্লেখ্য এফ এম শাহীন প্রযোজিত এবং এফ এম শাহীন ও হাসান জাফরুল পরিচালিত চলচ্চিত্র “মাইক”ইংরেজি সাবটাইটেলসহ প্রদর্শিত হয়, তাই বাংলা ভাষাভাষী ছাড়াও ব্রিটিশ বাংলাদেশী দর্শকরা এ সিনেমা উপভোগ করেন।

সম্পূর্ণ গ্রামীন লকেশনে চিত্রায়িত ইংরেজি সাবটাইটেল করা পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ ছায়াছবি মাইক দেখতে বিলেতে পরিবারের সদস্যদের তথা শিশুদেরকে নিয়ে আসতে দেখা গেছে অনেকেই।

পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত।মাইক’ সিনেমায় অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা তারিক আনাম খান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী তানভীন সুইটি, অভিনেতা নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়