বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
Wednesday , 24 September 2025
৩০ রবিউল আউয়াল ১৪৪৭

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

প্রকাশিত: ০৪:৪৫, ১৪ মে ২০২৫

হত্যা মামলার আসামী কিশোর গ্যাং সদস্য ইসমাইলকে গ্রেফতার করেছে র‌্য

হত্যা মামলার আসামী কিশোর গ্যাং সদস্য ইসমাইলকে গ্রেফতার করেছে র‌্য

হত্যা মামলার আসামী কিশোর গ্যাং সদস্য ইসমাইলকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল এলাকায় অভিযান পরিচালনা করে ফরিদপুরের আলোচিত কিশোর গ্যাংয়ের সদস্য ইসমাইলকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। অভিযুক্ত মে মাসের ১০ তারিখে ছুরিকাঘাতে ১৬ বছরের এক ওয়ার্কশপ শ্রমিক খুনের অন্যতম প্রধান আসামী। আটককৃত ইসমাইল বেপারী (১৮) সে  ফরিদপুর জেলার ভাঙ্ঘা থানাধীন মিয়াপাড়া গ্রামের আওয়াল বেপারীর ছেলে। 

মঙ্গলাবার দুপুরে র‌্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, নিহত ব্যাক্তির সাথে পূর্ব হতে এলাকার আধিপত্য বিস্তার, বট গাছের জট কাটা সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় শত্রুতা চলে আসছে। এর জের ধরে গত ১০ মে ২৫ তারিখ সন্ধায় নিহত ইয়াসিন খালাসী (১৬) কে হত্যা করে। নিহতের পরিবার তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। এরপর থেকেই খুনি ইসমাইল পলাতক ছিল।  

ওই মামলার সূত্র ধরে র‌্যাব-৫, সোমবার ১২ তারিখ রাত্রীতে বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড নামক এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত নারকীয় হত্যাকান্ডের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়। পালিয়ে থাকা অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা চলমান থাকবে র‌্যাব জানায়। উক্ত আসামীকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

সর্বশেষ

জনপ্রিয়