রোববার , ১০ আগস্ট ২০২৫
Sunday , 10 August 2025
১৫ সফর ১৪৪৭

প্রকাশিত: ১৩:১৮, ২২ জুন ২০২৫

আপডেট: ২০:২৮, ২২ জুন ২০২৫

আবুধাবি থেকে চট্টগ্রামে আসা যাত্রীর ব্যাগ তল্লাশি করে যা পাওয়া গেল

আবুধাবি থেকে চট্টগ্রামে আসা যাত্রীর ব্যাগ তল্লাশি করে যা পাওয়া গেল

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইলেকট্রিক সিগারেট ও সিগারেট–সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৬টা ২০ মিনিটে ইউএস–বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে গোয়েন্দা সংস্থা এনএসআই ও বিমানবন্দরের নিরাপত্তা শাখা এসব উদ্ধার করে।

বিমানবন্দর কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রী মোহাম্মদ আইয়ুব বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে চলে যাচ্ছিলেন। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে তল্লাশির উদ্দেশ্যে সরিয়ে নেন। পরে সকাল ৭টা ১০ মিনিটে ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ২০টি ইলেকট্রিক সিগারেট, ৪৯০টি সিগারেটে ব্যবহারের তরল পদার্থভর্তি বোতলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোহাম্মদ আইয়ুবের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। প্রথমবারের মতো অভিযুক্ত হওয়ায় মালামাল জব্দ করে ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁকে সতর্ক করা হয়েছে। উদ্ধার হওয়া সরঞ্জামের বাজারমূল্য আনুমানিক ১০ লাখ ৭৩ হাজার টাকা।

সর্বশেষ

জনপ্রিয়