রোববার , ১৪ ডিসেম্বর ২০২৫
Sunday , 14 December 2025
২৩ জমাদিউস সানি ১৪৪৭

প্রবাসন প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০০:৪৩, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে নবীন শিল্পী তুলতুলের চিত্রকর্ম প্রদর্শনী

ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে নবীন শিল্পী তুলতুলের চিত্রকর্ম প্রদর্শনী

ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী এক্সিবিশন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উদ্বোধন হওয়া এই প্রদর্শনী চলবে ২৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এক্সিবিশন।

প্রদর্শনীতে নবীন শিল্পী তুনিশা সুমাইয়া তুলতুল-এর আঁকা দুটি বিশেষ চিত্রকর্ম স্থান পেয়েছে, যা ইতোমধ্যেই শিল্পপ্রেমীদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। তুলতুলের আঁকায় প্রকৃতি, কল্পনা ও মানুষের নিত্যদিনের আবেগ যেন মূর্ত হয়ে ওঠে। এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বিভিন্ন স্বনামধন্য সংগঠনের আয়োজনে তার আঁকা ছবি প্রদর্শিত হয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে।

শিল্পী তুলতুল নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেনকর্মব্যস্ত জীবনে সময় বের করা কঠিন হলেও ছবি আঁকার জন্য আমি অবসর সময় বের করি। ছবি আঁকা আমার কাছে নেশার মতো কাজ করে। যদি পৃথিবীতে আমার কোনো নেশা থাকে, তবে সেটা হচ্ছে ছবি আঁকা। ইচ্ছে করে পুরো পৃথিবীটাকে তুলির আঁচড়ে তুলে ধরি। এবারের এক্সিবিশন আমার কাছে একেবারেই ভিন্ন এবং ইন্টারেস্টিং- কারণ থিমটি হলো প্রিয় বইয়ের প্রচ্ছদ।

সাদাসিধে জীবনের অধিকারী এই শিল্পীর জন্ম ফেনী জেলা শহরে হলেও বেড়ে ওঠা এবং পড়ালেখা ঢাকাতেই। বর্তমানে তিনি পরিবারসহ ঢাকাতেই বসবাস করছেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। অফিসের ব্যস্ততা সত্ত্বেও শিল্পচর্চায় তার নিরন্তর প্রচেষ্টা তাকে ভিন্নমাত্রায় পৌঁছে দিয়েছে।

শিল্প সমালোচকরা মনে করছেন, তুলতুলের মতো তরুণ শিল্পীরা সমসাময়িক চিত্রকলায় নতুন ভাবনা ও অভিব্যক্তি এনে দেশের শিল্প আন্দোলনকে সমৃদ্ধ করতে সক্ষম হবেন।

সর্বশেষ

জনপ্রিয়