বুধবার , ১৩ আগস্ট ২০২৫
Wednesday , 13 August 2025
১৮ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০৬, ১২ আগস্ট ২০২৫

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যে ৫টি বিষয়ে সমঝোতা হলো

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যে ৫টি বিষয়ে সমঝোতা হলো
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার আকাশে মঙ্গলবার যেন নতুন কূটনৈতিক ভোরের সূচনা হলো। সহযোগিতা, উন্নয়ন আর আস্থার সেতুবন্ধনে হাত মিলিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া এগিয়ে গেল এক নতুন অধ্যায়ের পথে। পুত্রজায়ার শান্ত পরিবেশে অনুষ্ঠিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে দুই দেশের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে সই হলো পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি বিনিময় নোট।

মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে এই সই অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রথম বিনিময় নোট সই হয় উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে, যেখানে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজী হাসান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল স্বাক্ষর করেন। দ্বিতীয় বিনিময় নোটে কূটনীতিক প্রশিক্ষণ সংক্রান্ত চুক্তি হয় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে। তৃতীয় বিনিময় নোটটি স্বাক্ষরিত হয় হালাল ইকোসিস্টেমে সহযোগিতা নিয়ে।

সমঝোতা স্মারকগুলোর মধ্যে প্রথমটি প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে। দ্বিতীয়টি এলএনজি সরবরাহ, জ্বালানি অবকাঠামো ও পেট্রোলিয়াম খাতে যৌথ উদ্যোগকে কেন্দ্র করে। তৃতীয়টি মালয়েশিয়ার আইএসআইএস এবং বাংলাদেশের বিআইআইএসএসের মধ্যে গবেষণা ও কৌশলগত সহযোগিতা নিয়ে। চতুর্থটি স্বাক্ষরিত হয় মিমোস সার্ভিসেস এসডিএন বিএইচডি এবং বাংলাদেশ–মালয়েশিয়া চেম্বার অব কমার্সের মধ্যে। পঞ্চম সমঝোতা স্মারকটি হয় মালয়েশিয়ার এনসিসিআইএম এবং বাংলাদেশের এফবিসিসিআইয়ের মধ্যে ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে।

সর্বশেষ

জনপ্রিয়