বুধবার , ১৩ আগস্ট ২০২৫
Wednesday , 13 August 2025
১৮ সফর ১৪৪৭

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬, ১২ আগস্ট ২০২৫

ধানুশের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ম্রুণাল ঠাকুর

ধানুশের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ম্রুণাল ঠাকুর
ছবি: সংগৃহীত

বলিউড ও দক্ষিণী সিনেমাপ্রেমীদের মধ্যে বেশ কিছু দিন ধরেই আলোচনায় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ও তামিল সুপারস্টার ধানুশ। একাধিকবার তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই শুরু হয় প্রেমের গুঞ্জন। তবে এত দিন চুপ থাকলেও এবার মুখ খুললেন ম্রুণাল।

‘অনলি কলিউড’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ধানুশ কেবল আমার ভালো বন্ধু।” গুঞ্জনকে প্রথমে ‘মজা’ হিসেবেই দেখেছেন বলে জানান এই অভিনেত্রী।

প্রশ্ন উঠেছিল, ‘সন অব সরদার টু’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ধানুশ কি শুধুই ম্রুণালের জন্য চেন্নাই থেকে মুম্বাই উড়ে গিয়েছিলেন? জবাবে ম্রুণাল স্পষ্ট করে বলেন, “ধানুশ ওই ইভেন্টে গিয়েছিলেন অজয় দেবগনের আমন্ত্রণে, তাই ভুল ব্যাখ্যা দেওয়ার কোনো কারণ নেই।”

গুঞ্জনের সূত্রপাত ম্রুণালের জন্মদিনের পার্টি থেকে। সেখানে ধানুশকে দেখা যায় অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে কথা বলতে। মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপর ‘সন অব সরদার টু’-এর প্রদর্শনীতে দুজনকে আলিঙ্গন করতেও দেখা যায়, যা তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন আরও জোরালো করে।

যদিও ম্রুণাল একে কেবল ‘বন্ধুত্ব’ হিসেবে বর্ণনা করেছেন, ধানুশ এখনও নীরব রয়েছেন।

উল্লেখ্য, ধানুশ তামিল কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তকে ২০০৪ সালে বিয়ে করেছিলেন। তাদের দুই ছেলে—যাত্রা ও লিঙ্গা। ২০২২ সালের শুরুতে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই দম্পতি। দীর্ঘ চেষ্টা সত্ত্বেও সংসার টেকেনি, এবং ২০২3 সালের নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়। এরপর থেকে ধানুশ একাই বসবাস করছেন।

সর্বশেষ

জনপ্রিয়