ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না: পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে শহীদদের জীবন ফিরিয়ে দিতে হবে এবং যাদের অঙ্গহানি হয়েছে তাদের অঙ্গ ফিরিয়ে দিতে হবে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
পাটওয়ারী বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড় পাবে না। জাতীয় পার্টি ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে চায়। দেশবিরোধী কিছু করতে হলে আমাদের লাশের ওপর দিয়ে করতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে কিছু নেতা টাকার কাছে বিক্রি হচ্ছেন, গণমাধ্যমের সম্পাদকরা দালালি করছেন। আগে ছিল হাসিনা মাধ্যম। এখন কী মাধ্যম তা বলার অপেক্ষা রাখে না।
এনসপির মুখ্য সমন্বয়ক হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, সামনে কোনো আয়নাঘর করলে ডিজিএফআইয়ের হেডকোয়ার্টার ভেঙে ফেলব। দেশে দালাল ব্যবসায়ী তৈরি হয়েছে। শেখ হাসিনাকে ধরে এনে বিচার করতে হবে। জুলাই সনদ আমাদের সন্তানের জন্য ভালো হবে।