বুধবার , ১৩ আগস্ট ২০২৫
Wednesday , 13 August 2025
১৮ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৩, ১২ আগস্ট ২০২৫

রোওয়া ফ্যাশনের শ্রমিকদের অবরোধে স্থবির যান চলাচল

রোওয়া ফ্যাশনের শ্রমিকদের অবরোধে স্থবির যান চলাচল
ছবি: সংগৃহীত

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রোওয়া ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। ফলে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় আশপাশে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগরা চৌধুরীবাড়ি এলাকায় সড়কটি অবরোধ করেন শ্রমিকরা। সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান করছিলেন।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুরের ভোগরা এলাকার রোওয়া ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আজ সকালে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ফলে সকাল ৯টা থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের তিন মাসের বেতন বকেয়া। বেতন দেওয়া নিয়ে তালবাহানা করছে কর্তৃপক্ষ। শ্রমিকরা আজকের মধ্যে বেতন দাবি করেছেন। বেতন না পাওয়া পর্যন্ত মহাসড়কে অবস্থান করার কথা জানিয়েছেন তারা।

গাজীপুর শিল্প পুলিশের এসপি আল মামুন শিকদার বলেন, “শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছি। এ ঘটনায় আশপাশের কয়েকটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।”

সর্বশেষ

জনপ্রিয়