শনিবার , ৩০ আগস্ট ২০২৫
Saturday , 30 August 2025
০৫ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৮:৩৪, ২৮ আগস্ট ২০২৫

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা কমিটির বৈঠক শুরু

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা কমিটির বৈঠক শুরু

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়ন কমিটির বৈঠক শুরু হয়েছে সচিবালয়ে।

আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টা ১০ মিনিটে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন উপদেষ্টা ফাওজুল কবির খান।

গতকাল এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির সভাপতি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অন্য সদস্যরা হলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, প্রকৌশলী মো. কবির হোসেন, প্রকৌশলী তানভির মঞ্জুর ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।

সর্বশেষ

জনপ্রিয়