বিশ্বের প্রথম এইডস টিকা তৈরি করছে রাশিয়া

ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম (এইডস) প্রতিরোধে বিশ্বের প্রথম টিকা তৈরির ঘোষণা দিয়েছে রাশিয়া। যদি প্রকল্পটি সফল হয়, তবে মানব ইতিহাসে প্রথমবারের মতো এইডসের কার্যকর টিকা পাওয়া যাবে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, দেশটির চিকিৎসা ও অনুজীববিজ্ঞান গবেষণা বিষয়ক শীর্ষ প্রতিষ্ঠান গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যেই টিকার গবেষণা কার্যক্রম শুরু করেছে। কেন্দ্রটির মহামারিবিদ্যা বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন এক সাক্ষাৎকারে বলেন, সর্বাধুনিক এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে এই টিকা তৈরি হবে। যদি গবেষণা প্রত্যাশিতভাবে এগোয়, তবে আগামী দুই বছরের মধ্যেই এটি বাজারে আসতে পারে।
এমআরএনএ (Messenger Ribonucleic Acid) প্রযুক্তি হলো আধুনিক ভ্যাকসিন তৈরির এক অনন্য পদ্ধতি। প্রচলিত টিকার মতো এতে জীবাণুর মৃত বা দুর্বল রূপ ব্যবহার করা হয় না। বরং বিশেষ ধরনের প্রোটিন তৈরি করে দেহকে নির্দিষ্ট ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধী করে তোলে। গুশচিনের ভাষায়, “টিকার মূল উপাদান হবে একপ্রকার অ্যান্টিজেন, যা মানবদেহে দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে।”
মানবদেহে প্রবেশের পর এইচআইভি (হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস) রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। এর ফলেই একজন রোগী সহজে নানা সংক্রামক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পড়েন। ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এইডস রোগী শনাক্ত হয় এবং একই বছরে সিডিসি (Centers for Disease Control) এইচআইভি ভাইরাসকে দায়ী হিসেবে চিহ্নিত করে।
মূলত অনিরাপদ যৌন সম্পর্ক, দূষিত সিরিঞ্জের ব্যবহার এবং প্রসূতি মায়ের শরীর থেকে সন্তানেও ভাইরাসটি সংক্রমিত হয়। সাহারা-উপসাহারীয় আফ্রিকা এইডসের সবচেয়ে বেশি প্রভাবিত অঞ্চল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৮ সালে বিশ্বে প্রায় ১০ লাখ মানুষ এইডসে মারা যান।