শনিবার , ৩০ আগস্ট ২০২৫
Saturday , 30 August 2025
০৫ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২০:৫০, ২৮ আগস্ট ২০২৫

আওয়ামী স্বৈরাচারের চেয়ে এই স্বৈরাচার বড়: কাদের সিদ্দিকী

আওয়ামী স্বৈরাচারের চেয়ে এই স্বৈরাচার বড়: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, বর্তমান শাসকগোষ্ঠীর স্বৈরাচার আওয়ামী লীগের অতীত স্বৈরাচারকেও ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল পৌর শহরের নিজ বাসভবন ‘সোনার বাংলায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমি দেশবাসী ও আন্তর্জাতিক মহলকে বলতে চাই, চব্বিশের (২০২৪ সালের) আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার আন্দোলনের কাছাকাছি মনে করেছিলাম। তাদের আমি সমর্থন করেছিলাম। কিন্তু এক বছরের ব্যবধানে তাদের আচরণে দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।

চব্বিশের আন্দোলনের সফলতার প্রতি আস্থার কথা জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, আমি তো ভেবেছিলাম, তাদের এই বিজয় হাজার বছর থাকবে। কিন্তু এক বছরেই তারা নিজেরাই নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। জনগণকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশ করতে দিচ্ছে না। এটাই তো সবচেয়ে বড় স্বৈরাচার।

তিনি আরও বলেন, যদি তুলনা করতে হয়, তাহলে আওয়ামী দোসরদের চেয়েও বর্তমান শাসকেরা বড় স্বৈরাচার।

সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী তার ভাই, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে আটকের তীব্র প্রতিবাদ জানান।

তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) সকালে ৭১ মঞ্চ আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে গেলে হঠাৎ করে মব সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। আমরা চাই, তাকে সম্মানের সঙ্গে মুক্তি দেওয়া হোক।

তিনি আরও বলেন, যদি তার বিরুদ্ধে কোনো মামলা থাকে, তাহলে আমরা আইনি পথে লড়ব। কিন্তু এই ধরনের আচরণ সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির ওপর জোর দেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে অবিলম্বে সবার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। জনগণের নিরাপত্তা ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ ছাড়া কখনোই দেশে স্থিতিশীলতা আসবে না।

সর্বশেষ

জনপ্রিয়