ইসির ২ আইন সংস্কার প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার

সরকার নির্বাচন কমিশনের (ইসি) ২ আইন সংস্কার প্রস্তাবের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পল্টনে চার দাবিতে ৭ দলের বিক্ষোভ, ভোগান্তি চরমেপল্টনে চার দাবিতে ৭ দলের বিক্ষোভ, ভোগান্তি চরমে
প্রেস সচিব শফিকুল আলম আরো বলেন, ২ আইন সংস্কার প্রস্তাবের অনুমোদনের ফলে নির্বাচন কমিশনের কাজে গতিশীলতা বৃদ্ধি পাবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, জ্যেষ্ঠ সহকারী সচিব ফয়েজ আহম্মদ।