আফগানিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

বাংলাদেশ আবার মুখোমুখি আফগানিস্তানের তবে এবার ৫০ ওভারের ক্রিকেটে। আজ (৮ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে।
পরিসংখ্যান, অভিজ্ঞতা আর শক্তিমত্তার দিক থেকে আফগানিস্তানের চেয়ে বাংলাদেশই এগিয়ে। তবে চলতি বছরের পারফরম্যান্স বলছে, টাইগারদের জন্য ম্যাচটা সহজ হবে না। এই বছরে খেলা ৬টি ওয়ানডের মধ্যে মাত্র ১টিতে জিতেছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে আগের সিরিজও হেরে এসেছে দলটি। তাই এবার ভুলের পুনরাবৃত্তি করতে চায় না মেহেদী হাসান মিরাজের দল।
ওয়ানডে ফরম্যাটে ফিরে এসেছে বাংলাদেশে দলের নিয়মিত খেলোয়াড়রা। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিজেই ফিরেছেন একাদশে। তার সঙ্গে থাকবেন অভিজ্ঞ ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ে তানজিদ হাসানের সঙ্গী হতে পারেন সাইফ হাসান, যার আজ অভিষেক হওয়ার সম্ভাবনা আছে প্রবল।
মাঝের ব্যাটিং অর্ডারে তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি এবং নুরুল হাসানের মধ্যে এক বা দুজনকে বসে থাকতে হতে পারে। বোলিং আক্রমণে পেসে থাকছেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। স্পিন আক্রমণে সুযোগ পেতে পারেন রিশাদ হোসেন ও তানভির ইসলাম। তবে তিন পেসার খেলানোর সিদ্ধান্ত হলে রিশাদকে বসতে হতে পারে।
আবুধাবির মাঠে আগের ম্যাচগুলোতে আগে ব্যাট করা দল জিতেছে বেশি। তাই টস জিতে বাংলাদেশ আগে ব্যাট করতেই চাইবে। টাইগারদের সম্ভাব্য একাদশ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান / মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি / নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন / তানজিম হাসান, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান এই সিরিজ দিয়ে প্রায় আট মাস পর ওয়ানডেতে ফিরছে। তাদের দলে আছে রশিদ খান ও মোহাম্মদ নবীর মতো অভিজ্ঞ স্পিনাররা। ব্যাটিংয়ে নজর থাকবে গুরবাজ ও অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির দিকে। তবে, বাংলাদেশ জয়ের জন্যই মাঠে নামবে এটা নিশ্চিত।