রোববার , ১৪ ডিসেম্বর ২০২৫
Sunday , 14 December 2025
২৩ জমাদিউস সানি ১৪৪৭

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:১৭, ৮ অক্টোবর ২০২৫

‘বিপিএল’ এ কি নতুন চমক আসছে?

‘বিপিএল’ এ কি নতুন চমক আসছে?

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে আবারও জমে উঠেছে আলোচনা। বিসিবির নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর প্রথম সভাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। বোর্ড জানিয়েছে, তারা এবার ডিসেম্বর-জানুয়ারিতেই বিপিএল আয়োজন করতে চায়, যদিও হাতে সময় কম। তবুও নতুন বোর্ড চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী, ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ দলের কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। ফলে এই সময়টিকে কাজে লাগিয়ে বিপিএলের আয়োজন করলে বিশ্বকাপের আগে প্রস্তুতিও সেরে নেওয়া যাবে। তবে এখনো পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজিই চূড়ান্ত হয়নি। তাই সময়মতো দেশের জনপ্রিয় এই টুর্নামেন্টটি আয়োজন করতে হলে বিসিবিকে দ্রুত সিদ্ধান্ত নিতেই হবে।

এদিকে বিসিবিতে এসেছে বেশ কিছু পরিবর্তন। আগের গভর্নিং কাউন্সিল প্রধান মাহবুব আনাম এবার নির্বাচনেই অংশ নেননি। তাই তার জায়গায় বোর্ড সভাপতি আমিনুল ইসলাম নিজেই হয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান। নতুন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইফতেখার রহমান।

আগেরবারের তাড়াহুড়ো ও বিশৃঙ্খলার পুনরাবৃত্তি এড়াতে এবার আন্তর্জাতিক মানের স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান 'আইএমজি'-কে যুক্ত করেছে বিসিবি। তাদের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে। আয়োজন নিয়ে এবার বোর্ড বেশ আত্মবিশ্বাসী। এ বিষয়ে ইফতেখার রহমান বলেন, “আমরা চাই এইবার বিপিএল আরও গোছানো হোক। যেসব ফ্র্যাঞ্চাইজি যেমন বরিশাল, কুমিল্লা বা রংপুর ভালোভাবে আয়োজন করেছে, তাদের মতো পেশাদার দলকেই গুরুত্ব দেওয়া হবে।”

বিসিবির নতুন বোর্ড চায় বিপিএল হোক আর্থিকভাবে লাভজনক, আন্তর্জাতিক মানসম্পন্ন ও বিতর্কমুক্ত। সঠিক পরিকল্পনা ও পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটের এই জমজমাট আসরকে আরও এগিয়ে নেওয়াই এখন তাদের লক্ষ্য। তাই বেলাশেষে প্রশ্ন থেকেই যায়, ‘বিপিএল’ এ কি এবার সত্যিই নতুন চমক আসছে? কি পুরনো ভুলের পুনরাবৃত্তি হবে? সব প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই, যদি সব পরিকল্পনা সময়মতো বাস্তবায়িত হয়।

সর্বশেষ

জনপ্রিয়