হামজা-শমিতের দিকে চেয়ে গোটা দেশ!
হংকংয়ের বিপক্ষে আজ প্রতিশোধের ম্যাচ বাংলাদেশের!

নতুন দিন, নতুন সুযোগ, নতুন স্বপ্ন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে ঢাকায় হওয়া প্রথম লেগে শেষ মুহূর্তের গোল হজম করে ৪-৩ ব্যবধানে হেরে যাওয়ার পর আজ ফিরতি লড়াইয়ে নামছে জামাল-হামজারা। লক্ষ্য একটাই প্রথম লেগের হতাশা পেছনে ফেলে জয় ছিনিয়ে নেওয়া।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হংকংয়ের ৫০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক কাই তাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি। ছাদঢাকা, শীতাতপ নিয়ন্ত্রিত এই স্টেডিয়ামেই জয়ের প্রত্যয় নিয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ঢাকায় হওয়া প্রথম লেগে ম্যাচের শুরুতেই হামজা চৌধুরীর জাদুকরী ফ্রি কিকে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর হংকংয়ের ধারাবাহিক আক্রমণে একসময় পিছিয়ে পড়ে ১-৩ ব্যবধানে। তবুও হাল না ছেড়ে কানাডা প্রবাসী শমিত সোম, ইতালি থেকে আসা ফাহামিদুল ইসলাম এবং ইংল্যান্ড প্রবাসী জায়ান আহমেদের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে ৩-৩ সমতা ফেরায়। কিন্তু ম্যাচের একেবারে শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে গোল খেয়ে হেরে বসে কাবরেরার দল।
প্রথম লেগের শুরুর একাদশ নিয়ে প্রশ্ন উঠেছে কোচ হাভিয়ের কাবরেরার কৌশল ঘিরে। অনেকেই মনে করছেন, ভুল একাদশই ডোবায় বাংলাদেশকে। তবে দ্বিতীয়ার্ধে পরিকল্পনায় পরিবর্তন এনে দলকে আক্রমণাত্মক করে তোলেন তিনি, যা ফল দিয়েছিল। এই শিক্ষা থেকেই আজ আরও পরিণত ও রক্ষণভাগে দৃঢ় বাংলাদেশকে দেখতে চায় সমর্থকরা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘পারফরম্যান্সের বিচারে গোলরক্ষক মিতুল মারমা খুবই নির্ভরযোগ্য। বল বিল্ড-আপে, আক্রমণে তার ভূমিকা দুর্দান্ত। আমরা গোলপোস্টে তাকে নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী।’ তিনি আরও বলেন, ‘বিকল্প খেলোয়াড়রাও কম গুরুত্বপূর্ণ নয়। আগের ম্যাচে তারা গেম বদলে দিয়েছে। এবার আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামব। তিন পয়েন্ট পেতেই হবে আমাদের।’
হামজা চৌধুরী যোগ দেওয়ার পর থেকেই মধ্যমাঠে বাংলাদেশ পাচ্ছে নতুন গতি ও নিয়ন্ত্রণ। সঙ্গে যুক্ত হয়েছেন তিন প্রবাসী ফুটবলার—জায়ান, শমিত ও ফাহামিদুল—যাদের পায়ে ফুটেছে প্রতিভার ফুল। এই ম্যাচে তাঁদের দিকেই তাকিয়ে থাকবে কোটি ভক্তের চোখ।
আগের ম্যাচে প্রায় জয়ের কাছাকাছি গিয়ে হার মানা দল এবার আর ভুল করতে চায় না। রক্ষণে শৃঙ্খলা, মাঝমাঠে নিয়ন্ত্রণ এবং আক্রমণে ধারালো ছোঁয়া—সব মিলিয়ে আজকের লড়াইয়ে বাংলাদেশের একমাত্র লক্ষ্য জয়। এই ম্যাচ জিতলে এশিয়ান কাপ বাছাইয়ের টেবিলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরে আসতে পারবে জামাল ভূঁইয়ার দল।