রোববার , ১০ আগস্ট ২০২৫
Sunday , 10 August 2025
১৫ সফর ১৪৪৭

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি

প্রকাশিত: ২২:৫৯, ৯ জুলাই ২০২৫

আপডেট: ২৩:০০, ৯ জুলাই ২০২৫

দীঘিনালায় হঠাৎ পানি, ঘরছাড়া শতাধিক পরিবার

দীঘিনালায় হঠাৎ পানি, ঘরছাড়া শতাধিক পরিবার

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কবাখালি ও মেরুং ইউনিয়নের শতাধিক বাড়িঘর পানির নিচে চলে গেছে। হঠাৎ করে পানি বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

দীঘিনালার কবাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ২০টি পরিবার আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান চাকমা। তিনি বলেন, “পাহাড়ি ঢলে নিচু এলাকাগুলো দ্রুত তলিয়ে যায়। তবে বৃষ্টি থামলে পানি নেমে যাবে বলেই আমরা আশা করছি।”

মেরুং ইউনিয়নের বড় মেরুং স্টিল ব্রিজ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ ও যাত্রীরা নৌকা ব্যবহার করে চলাচল করছেন।

ছোট মেরুং বাজার, চিটাগাংপাড়া ও আশপাশের গ্রামে অনেক ঘরে পানি প্রবেশ করেছে। বাসিন্দারা প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। বৃষ্টির মাত্রা না কমলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

দীঘিনালা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারী জানান, “দুপুরের পর হঠাৎ মাইনি নদীর পানি বেড়ে যায়, ফলে সড়ক ডুবে যায়। বর্তমানে পাঁচ শতাধিক মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তাদের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।”

তিনি আরও জানান, “প্রশাসন সার্বক্ষণিক মাঠে রয়েছে। বৃষ্টি কিছুটা কমে আসায় আশাবাদী যে পানি দ্রুত নেমে যাবে।”

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যদি বৃষ্টি দীর্ঘস্থায়ী হয় তবে কৃষিজমির ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে অনেক জমি পানির নিচে চলে গেছে।

এদিকে খাগড়াছড়ি সদরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। তবে আকাশ এখনও মেঘাচ্ছন্ন থাকায় বৃষ্টিপাত আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

সর্বশেষ

জনপ্রিয়