রোববার , ১৪ ডিসেম্বর ২০২৫
Sunday , 14 December 2025
২৩ জমাদিউস সানি ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৬:১৬, ২ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিন মামলা, আসামি ১১০০

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিন মামলা, আসামি ১১০০

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পাহাড়ি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ঘটনায় ঘটনার চার দিন পর তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। গত বুধবার রাতে গুইমারা থানায় দায়ের হওয়া এসব মামলার বাদী পুলিশ নিজেই। মামলায় অজ্ঞাতনামা মোট ১,১০০ জনকে আসামি করা হয়েছে।

 

মামলাগুলোর মধ্যে একটি দায়ের হয়েছে সরকারি কাজে বাধা, সরকারি কর্মচারীদের আহত করা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগেযেখানে আসামি করা হয়েছে অজ্ঞাত ৩০০ জনকে। আরেকটি হত্যা মামলা হলেও নিহতদের পরিবার কেউ মামলা করতে রাজি না হওয়ায় পুলিশ নিজেই বাদী হয়। খাগড়াছড়ি সদরে ১৪৪ ধারা ভেঙে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে আরও একটি মামলা হয়, যাতে অজ্ঞাত ৮০০ জনকে আসামি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২ অক্টোবর) গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী জানান, জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে। এখনো খাগড়াছড়ি সদর ও গুইমারায় ১৪৪ ধারা বলবৎ থাকলেও যানচলাচল ও জনজীবন স্বাভাবিক রয়েছে।

 

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাতে এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে ‘জুম্ম ছাত্র-জনতা ব্যানারে আন্দোলন ও অবরোধ কর্মসূচি পালিত হয়। গত রোববার গুইমারার রামেসু বাজারে আন্দোলন চলাকালে সংঘর্ষে তিন পাহাড়ি নাগরিক নিহত হন, আহত হন অন্তত ২০ জন, যাদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও রয়েছেন। ওই দিন অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকানে আগুন দেওয়া হয়।

 

ঘটনার পর কিশোরীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত না পাওয়ার কথা জানানো হয়, তবে এই প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার।

সর্বশেষ

জনপ্রিয়